দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়ি। ছবি: সংগৃহীত।
চলন্ত গাড়িতে বিস্ফোর হল ঝাড়খণ্ডে। গাড়ির ভিতরেই ঝলসে মৃত্যু হল চালকের। শনিবারের এই ঘটনার সাক্ষী থাকল জামশেদপুর।
এক প্রত্যক্ষদর্শীর দাবি, হঠাৎই জোরালো বিস্ফোরণের আওয়াজ পান। তখন তাঁরা দেখেন, রাস্তার উপরে একটি গাড়ি দাউ দাউ করে জ্বলছে। গাড়িটির কাছে গিয়ে দেখেন ভিতরে চালকের আসনে বসে এক ব্যক্তি বেরোনোর আপ্রাণ চেষ্টা করছেন। স্থানীয়েরা তাঁকে উদ্ধার করার চেষ্টা করে প্রথমে। কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে, অসহায় ভাবে চোখের সামনে চালকে ঝলসে মরতে দেখতে হয়েছে তাঁদের।
স্থানীয়েরাই দমকলে খবর দেন। কিন্তু যত ক্ষণে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তত ক্ষণে চালকের পুরো শরীর ঝলসে গিয়ে মৃত্যু হয়েছিল। সেই বীভৎসতার সাক্ষী রইল জামশেদপুরের কদমা এলাকা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, গাড়িতে কোনও দাহ্য পদার্থ নিয়ে যাওয়া হচ্ছিল। এটাও সন্দেহ করা হচ্ছে, গাড়িতে গ্যাস সিলিন্ডার ছিল। কোনও ভাবে সেটি বিস্ফোরণ হয়। তার জেরেই এই দুর্ঘটনা।
পুলিশ জানিয়েছে, চালকের দেহ এমন ভাবে ঝলসে গিয়েছে যে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। গাড়ির নম্বরপ্লেট দেখে তথ্য জোগাড় করার চেষ্টা করা হচ্ছে। তবে গাড়িতে কী ধরনের দাহ্য পদার্থ ছিল, বিস্ফোরণ কী ভাবে হল তা নিয়ে রহস্য বাড়ছে।