Mumbai Doctor

স্ত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা দুষ্কৃতীর, বাঁচাতে গিয়ে মুম্বইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন চিকিৎসক

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ট্রেনে আগে থেকেই ছিনতাইকারী উঠে বসেছিল। ট্রেন ছাড়তেই সুযোগ এবং স্থান বুঝে ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতী। দরজার পাশে সংরক্ষিত আসনে বসেছিলেন চিকিৎসক-পত্নী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ১৫:১৪
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

ছিনতাইকারীর হাত থেকে স্ত্রীকে বাঁচাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে হাত কাটা গেল চিকিৎসকের। আহত হয়েছেন তাঁর স্ত্রীও। বুধবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে।

Advertisement

আহতের নাম যোগেশ দেশমুখ। তাঁর স্ত্রী দিপালি দেশমুখ। দু’জনেই পেশায় চিকিৎসক। বুধবার তাঁরা নান্দেড় এক্সপ্রেসে যাচ্ছিলেন। চিকিৎসক দম্পতির সঙ্গে ছিলেন তাঁদের ন’বছরের কন্যা। রেলপুলিশ সূত্রে খবর, ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে কাঞ্জুনমার্গ এবং ভান্ডুপের মাঝে। নান্দেড় এক্সপ্রেস লোকমান্য তিলক টার্মিনাস ছাড়ার ১৫ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছে পুলিশ।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ট্রেনে আগে থেকেই ছিনতাইকারী উঠে বসেছিল। ট্রেন ছাড়তে সুযোগ এবং স্থান বুঝে ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতী। দরজার পাশে সংরক্ষিত আসনে বসেছিলেন চিকিৎসক-পত্নী। তাঁর হাতে থাকা ব্যাগে হ্যাঁচকা টান মারে দুষ্কৃতী। ব্যাগ নিয়ে টানাটানি চলে দু’জনের মধ্যে। চিকিৎসক-পত্নীকে তখন টেনে দরজার কাছে নিয়ে যায় দুষ্কৃতী। তাঁকে ফেলে দিয়ে ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। আপার বার্থে ঘুমোচ্ছিলেন চিকিৎসক যোগেশ। হঠাৎ স্ত্রীর চিৎকার শুনে তিনি নেমে ছিনতাইকারীর কাছ থেকে ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তখন ট্রেনের গতি একটু কমে এসেছিল। সেই সুযোগে ব্যাগ-সহ চিকিৎসক এবং তাঁর পত্নীকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেয় দুষ্কৃতী। তার পর নিজে পালায়। ট্রেনের নীচে চিকিৎসকের হাত চলে যাওয়ায় তা কাটা পড়ে। আহত হন তাঁর স্ত্রীও। স্থানীয়েরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement