Mumbai’s Doctor Stabbed

‘দিদির সঙ্গে সম্পর্ক ভাঙুন’! মুম্বইয়ের হাসপাতালের চিকিৎসককে কোপালেন মহিলা স্বাস্থ্যকর্মীর ভাই

মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতালে কর্মরত চিকিৎসকে খুনের চেষ্টার অভিযোগ উঠল। হাসপাতালেরই এক মহিলা কর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ওই চিকিৎসক। সেই সম্পর্ক নিয়েই অশান্তির সূত্রপাত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৩:৪৪
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

মুম্বইয়ের হাসপাতালে কর্মরত এক চিকিৎসককে কোপানোর অভিযোগ। ওই হাসপাতালের এক মহিলা কর্মীর ভাইয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। কী কারণে হামলা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতালে কর্মরত চিকিৎসকে খুনের চেষ্টার অভিযোগ উঠল। হাসপাতালেরই এক মহিলা কর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ওই চিকিৎসক। এই সম্পর্ক নিয়ে খুশি ছিলেন না ওই মহিলা কর্মীর ভাই। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেই কারণেই চিকিৎসককে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করেন অভিযুক্ত। ঘটনার সময় তিনি একা ছিলেন না। তাঁর সঙ্গে ছিলেন দুই বন্ধুও। তিন জনে মিলে হামলা চালান চিকিৎসকের উপর। ঘটনার পর থেকে পলাতক তিন জনই।

পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের হয়েছে। আক্রান্ত চিকিৎসক কেইএম হাসপাতালেই ভর্তি। সেখানে তাঁর চিকিৎসা চলছে। তাঁর জখম কতটা গুরুতর, তা এখনও হাসপাতাল সূত্রে জানানো হয়নি। তিন অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে।

Advertisement

উল্লেখ্য, দিন কয়েক আগে মহারাষ্ট্রেরই এক তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহত্যার আগে নিজের হাতের তালুতে ‘সুইসাইড নোট’ লিখে রেখে গিয়েছিলেন। তিনি দাবি, এক পুলিশ আধিকারিক তাঁকে পাঁচ মাস ধরে চার বার ধর্ষণ করেছেন। এ ছাড়াও, তাঁর বাড়িওয়ালার পুত্রের নামে মানসিক নির্যাতনের অভিযোগ করেন তিনি। এই দু’জনের নাম হাতে লিখে গিয়েছিলেন। তাঁদের দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মুম্বইয়ে চিকিৎসকের উপর হামলার ঘটনা প্রকাশ্যে এল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement