একটা ফ্ল্যাটের দাম ১৬০ কোটি!

পরিকাঠামো শিল্পে ভারতের বাজার না কি এখন ততটা ভাল নয়। বিভিন্ন সংস্থার বার্ষিক রিপোর্ট থেকে শুরু করে তাদের শেয়ার দরেরও ইঙ্গিত সে দিকেই। আর এরই মধ্যে মুম্বইয়ে রেকর্ড দামে বিক্রি হল একটি অ্যাপার্টমেন্ট। প্রায় ১৬০ কোটি টাকায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৫ ১৮:৩৮
Share:

পরিকাঠামো শিল্পে ভারতের বাজার না কি এখন ততটা ভাল নয়। বিভিন্ন সংস্থার বার্ষিক রিপোর্ট থেকে শুরু করে তাদের শেয়ার দরেরও ইঙ্গিত সে দিকেই। আর এরই মধ্যে মুম্বইয়ে রেকর্ড দামে বিক্রি হল একটি অ্যাপার্টমেন্ট। প্রায় ১৬০ কোটি টাকায়।

Advertisement

সূত্রের খবর, মুম্বইয়ের আল্ট্রামাউন্ট রোডের বিলাসবহুল একটি নির্মীয়মান ডুপ্লের জন্য ১৬০ কোটি টাকা খরচ করেছে একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা। বর্গফুট প্রতি এক লক্ষ ৬০ হাজার টাকা দরে ওই ডুপ্লেটি তারা কিনেছে বলে খবর। ভারতের বাজারে এত টাকায় ফ্ল্যাট কেনার ঘটনা এর আগে কখনও হয়নি। তবে ক্রেতা বা বিক্রেতা কেউই এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement