Mumbai Girl Attacked

বার বার ফোন কেটে দিচ্ছে কেন? বারাণসী থেকে মুম্বই এসে ইট দিয়ে কিশোরীর মাথা থেঁতলে দিলেন তরুণ

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম রাহুল সিংহ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাহুলের সঙ্গে কিশোরীর অনেক দিনের পরিচয়। তাঁদের মধ্যে যোগাযোগ ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১৭:২২
Share:

ইট দিয়ে কিশোরীর মাথা থেঁতলে দেওয়ার অভিযোগ মুম্বইয়ে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বার বার ফোন কেটে দিচ্ছিল কিশোরী। রাগের বশে উত্তরপ্রদেশের বারাণসী থেকে মুম্বই চলে আসেন তরুণ। তার পর কিশোরীর উপর চড়াও হন। ইট দিয়ে তার মাথা থেঁতলে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়েরাই তরুণকে ধরে পুলিশের হাতে তুলে দেন। সোমবার ঘটনাটি ঘটেছে কান্দিভালিতে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম রাহুল সিংহ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাহুলের সঙ্গে কিশোরীর অনেক দিনের পরিচয়। তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। কিন্তু সম্প্রতি রাহুলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল কিশোরী। তাঁর ফোনও ধরছিল না সে। কেন তাঁর ফোন ধরছে না, কেন তাঁকে এড়িয়ে চলছে, তা জানার জন্য বারাণসী থেকে মুম্বইয়ে আসেন রাহুল।

গত ২৪ মে এক বন্ধুর সঙ্গে বেরিয়েছিল কিশোরী। সেই সময় তার পথ আটকে দাঁড়ান রাহুল। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার মধ্যেই দু’জনের তর্কবিতর্ক শুরু হয়ে যায়। সেই সময় রাস্তার পাশে পড়ে থাকা ইট তুলে আচমকাই কিশোরীর মাথায় রাহুল আঘাত করেন বলে অভিযোগ। কিশোরীর মোবাইল ফোন ভেঙে দেন। গুরুতর চোট পেয়েছে কিশোরী। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরা। স্থানীয়েরাই অভিযুক্তকে ধরে ফেলেন। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement