Mumbai

নাচতে নাচতেই স্টেজে লুটিয়ে পড়ে মৃত্যু মুম্বইয়ের কিশোরীর। দেখুন ভাইরাল ভিডিয়ো

মুম্বইয়ের কান্দিভালি এলাকায় একটি সাংস্কৃতিক প্রতিযোগিতার মঞ্চে নাচতে নাচতেই মৃত্যু হলো বছর বারোর এক কিশোরীর। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে সেই কিশোরীর নাম অনিশা শর্মা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ১৬:৪৮
Share:

মুম্বইতে নাচতে নাচতেই মৃত্যু হয় এই মেয়েটির

মুম্বইয়ের কান্দিভালি এলাকায় একটি সাংস্কৃতিক প্রতিযোগিতার মঞ্চে নাচতে নাচতেই মৃত্যু হলো বছর বারোর এক কিশোরীর। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে সেই কিশোরীর নাম অনিশা শর্মা।

Advertisement

গত ২৩ নভেম্বর থেকেই কান্দিভালির পশ্চিম লালজি পাড়ায় নানা রকম সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছিল একটি রাজনৈতিক দল। সেখানেই মঞ্চে উঠে নাচ শুরু করার কিছুক্ষনের মধ্যেই সংজ্ঞা হারিয়ে মঞ্চে পড়ে যায় মেয়েটি। প্রাথমিক আকস্মিতা কাটিয়ে উদ্যোক্তারা তাকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

যদিও পুলিশের তরফ থেকে মৃত্যুর কারণ সম্বন্ধে এখনই কিছু জানানো হয়নি। বিবৃতি দিয়ে পুলিশের তরফে বলা হয়েছে যে একমাত্র ময়নাতদন্ত থেকে দেহ এলেই মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব। এছাড়াও প্রতিযোগিতার কারণে বালিকাটি কোনওরকম মানসিক চাপের মধ্যে ছিল কিনা, তা জানতেও চেষ্টা করছে পুলিশ।

Advertisement

দেখে নিন সেই মর্মান্তিক ভিডিয়ো:

আরও পড়ুন: করতারপুর করিডর মানেই আলোচনা নয়, সার্কের আমন্ত্রণ ফিরিয়ে কড়া বার্তা সুষমার

আরও পড়ুন: বন্ধু স্বপ্নভঙ্গের কারণ, তেলঙ্গানায় তাই রুখে দাঁড়িয়েছেন কোডানডারম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement