Sushant Singh Rajput

রিয়ার এফআইআর গ্রহণযোগ্য: মুম্বই পুলিশ

গত ৭ সেপ্টেম্বর মুম্বই পুলিশের কাছে প্রিয়ঙ্কা ও মীতুর বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনেন রিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২০ ০৪:০৫
Share:

ছবি: পিটিআই।

রিয়া চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে মৃত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের দুই বোন প্রিয়ঙ্কা সিংহ এবং মীতু সিংহের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ। কয়েক দিন আগেই সেই এফআইআরের বিরোধিতা করে বম্বে হাইকোর্টে সিবিআই জানিয়েছে, এই এফআইআর ‘বিকৃত এবং আইনানুগ নয়’। তার পরেই সোমবার বম্বে হাইকোর্টে মুম্বই পুলিশ জানিয়েছে, রিয়া চক্রবর্তীর অভিযোগ গ্রহণযোগ্য।

Advertisement

গত ৭ সেপ্টেম্বর মুম্বই পুলিশের কাছে প্রিয়ঙ্কা ও মীতুর বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনেন রিয়া। তাদের হলফনামায় মুম্বই পুলিশ জানিয়েছে, তাঁর অভিযোগে রিয়া জানিয়েছেন দিল্লির এক চিকিৎসকের সাহায্যে সুশান্তের জন্য একটি ভুয়ো প্রেসক্রিপশন তৈরি করেছিলেন তাঁর দুই বোন প্রিয়ঙ্কা এবং মীতু। সেই প্রেশক্রিপশনে অভিনেতাকে অ্যাংজ়াইটির ওষুধ দেওয়া হয়েছিল। কোনও রকম শারীরিক পরীক্ষা ছাড়াই ‘সাইকোট্রোপিক ড্রাগ’ খেতে বলা হয়েছিল সুশান্তকে। এই ওষুধের ফলেই সুশান্তের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তার ফলেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে তদন্তের দরকার আছে বলেও হলফনামায় জানিয়েছে পুলিশ। তাদের দাবি, ‘রিয়ার অভিযোগ, অপরাধের একটি দিক তুলে ধরেছে।’

রিয়ার আরও অভিযোগ, ৮ জুন হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে প্রিয়ঙ্কা সুশান্তকে মানসিক অবসাদ এবং অ্যাংজ়াইটির জন্য ব্যবহৃত তিনটি ওষুধ খাওয়ার পরামর্শ দেন। তার ছ’দিন পরেই ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৩৪ বছরের সুশান্তের ঝুলন্ত দেহ।

Advertisement

আরও পড়ুন: স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়, ফের হল ডায়ালিসিস​

বম্বে হাইকোর্টে হলফনামা দিয়ে পুলিশ আরও জানিয়েছে, এফআইআর দায়ের করতে তারা ‘কর্তব্যবদ্ধ।’ এই এফআইআরের মাধ্যমে সুশান্ত এবং তাঁর দুই বোনের সম্মানহানি করার কোনও রকম চেষ্টা করা হয়নি। তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আর্জি জানিয়েছেন প্রিয়ঙ্কা এবং মীতু। হলফনামায় তাঁদের সেই আর্জিও খারিজ করার আবেদন জানিয়েছে মুম্বই পুলিশ। প্রিয়ঙ্কা এবং মীতুর এফআইআর খারিজের আবেদনের বিরোধিতা করে গত সপ্তাহেই বম্বে হাইকোর্টে হলফনামা দিয়েছেন রিয়াও।

আরও পড়ুন: ‘ক্ষমতায় এলে বিকাশ দুবে করে ছাড়ব’, হুমকি সায়ন্তনের​

তবে সিবিআইয়ের দাবি সুশান্তের বোনেদের বিরুদ্ধে রিয়ার সমস্ত অভিযোগ ‘অনুমানমূলক এবং কল্পনাপ্রসূত’। এগুলি তদন্তের অংশ হয়ে থাকতে পারে। মুম্বই পুলিশ অবশ্য গত কালই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকে ‘প্রভাবিত বা পথভ্রষ্ট’ করার কোনও রকম চেষ্টা তারা করছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন