Eknath Shinde

উড়িয়ে দেওয়া হবে উপমুখ্যমন্ত্রী শিন্দের গাড়ি! হুমকি ফোন পেল মুম্বই পুলিশ, শুরু তদন্ত

বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের বেশ কিছু থানায় ফোন করে এবং ইমেল পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৭
Share:

একনাথ শিন্দে। — ফাইল চিত্র।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দের গাড়ি উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়ে বার্তা পাঠানো হল মুম্বই পুলিশকে। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের বেশ কিছু থানায় ফোন করে এবং ইমেল পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। তদন্ত শুরু করেছে পুলিশ। শিন্দের দফতর, বাড়িতে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে গোরেগাঁও, জেজে মার্গ থানা এবং রাজ্যর সরকারের সদর দফতর ‘মন্ত্রালয়’-এর কন্ট্রোল রুমে ফোন আসে। সেই ফোনে জানানো হয়, বোমা মেরে শিন্দের গাড়ি উড়িয়ে দেওয়া হবে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ মনে করছে, থানায় ফোন করে ‘ভুয়ো’ হুমকি দেওয়া হয়েছে। এমনটাই দাবি করেছে সংবাদমাধ্যম পিটিআই। তবে উপমুখ্যমন্ত্রীর নিরাপত্তার কোনও ত্রুটি রাখা হয়নি বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দেরও সতর্ক করা হয়েছে। সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে খবর দিতে বলা হয়েছে।

গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাণনাশের হুমকি দিয়ে কয়েক বার ফোন গিয়েছিল মুম্বই পুলিশের কাছে। গত ডিসেম্বরে রাজস্থানের অজমেরের একটি নম্বর থেকে হোয়াট্‌সঅ্যাপ বার্তায় হুমকি দেওয়া হয়েছিল। সেই বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের উল্লেখ ছিল। বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোদীকে মারার পরিকল্পনার কথা বলা হয়েছিল। তার আগে সলমন খানকে খুনের বার্তা দিয়ে মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন গিয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement