National news

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, উদ্ধারে নেমেছে নৌবাহিনী

নৌবাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ করছে বলে জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১০ জুলাই ২০১৮ ১৫:৫২
Share:

কোমর পর্যন্ত জল জমে গেছে, বাইক ঠেলে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। মুম্বইয়ে। ছবি: পিটিআই।

টানা চার দিন তুমুল বৃষ্টির জেরে রীতিমতো নাভিশ্বাস মুম্বইবাসীর। শুধুমাত্র সোমবারই গড় বৃষ্টিপাতের থেকে ৫ গুণ বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ভাসাইয়ে গ্রিন করিডর তৈরি করে উদ্ধারকাজ চালাচ্ছে। কাজে লাগানো হচ্ছে নৌকাও। নৌবাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ করছে বলে জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

Advertisement

বাণিজ্য নগরীর রাস্তাঘাট জলে ভেসে যাচ্ছে। যান চলাচল প্রায় বন্ধ। বহু জায়গায় ট্রেন লাইন জলের তলায়। বাতিল হয়ে গিয়েছে অনেক ট্রেনও। যেগুলো চলছে তা অনেক দেরিতে। সব মিলিয়ে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারছেন না কেউই। বিপত্তি আরও বেড়েছে ডাব্বাওয়ালাদের ছুটিতে। ফলে সারাদিনের খাবার সংস্থানও ঠিকমতো করে উঠতে পারছেন না মুম্বইবাসী। পরিস্থিতি আরও ভয়ানক হওয়ার পূর্বাভাসও রয়েছে।

আর মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বিনোদ তাওড়ে টুইট করে সমস্ত স্কুল কর্তৃপক্ষকে পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন। প্রয়োজনে স্কুল বন্ধেরও নির্দেশ দিয়েছেন তিনি। মুম্বইয়ের ঠাণে এবং পালঘরের সমস্ত স্কুলই প্রায় বন্ধ। ভয়াবহ অবস্থা হয়েছে ভাসাইয়ে। দিন দুই আগে ভাসাইয়ের তুঙ্গরেশ্বর জঙ্গলে ঘুরতে গিয়ে জলপ্রপাতের তোড়ে ভেসে যান এক পর্যটক। ভাসাইয়ের প্রায় সমস্ত জায়গাই জলের নীচে।

Advertisement

আরও পড়ুন: যোনির অঙ্গচ্ছেদ ধর্মীয় কারণেও নয়, মত সুপ্রিম কোর্টের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন