শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (ডান দিকে)।
বৃহন্মুম্বই পুরসভার মেয়র হওয়ার ক্ষেত্রে শিবসেনা প্রার্থীর সামনে আর কোনও বাধা রইল না। শিবসেনা প্রার্থীর মেয়র হওয়ার ক্ষেত্রে যে সংশয় দেখা দিয়েছিল, বিজেপি শনিবার তা দূর করে দিল। বিজেপি-র তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রের শাসক দল বৃহন্মুম্বই পুরসভায় বিরোধী আসনে বসবে না। তারা মেয়র হওয়ার ব্যাপারে শিবসেনা প্রার্থীকেই সমর্থন করবে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস শনিবার বলেছেন, ‘‘মহারাষ্ট্রের মানুষ বিজেপিকে যথেষ্টই সম্মান দিয়েছেন। যেহেতু ওরা (শিবসেনা) আমাদের চেয়ে দু’টি আসন বেশি জিতেছে, জনসমর্থনের কথা মাথায় রেখে, মেয়র হওয়ার দৌড়ে আমরা ওদের (শিবসেনা) বিরুদ্ধে আর লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা বরং শিবসেনা প্রার্থীকে সমর্থন করব। আমরা পুরসভার বিরোধী আসনে বসব না।’’
আরও পড়ুন- বারাণসীতে চাঁদের হাট! প্রচারে মোদী, রাহুল, অখিলেশ, মায়াবতী
২২৭ সদস্যের বৃহন্মুম্বই পুরসভায় শিবসেনা জিতেছে ৮৪টি আসন। দু’টি আসন কম পেয়েছে বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ছিল ১১৪টি আসনে জেতার। তা শিবসেনা বা বিজেপি কেউই পায়নি। তবু শিবসেনাই একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে বৃহন্মুম্বই পুরসভায়। কেন্দ্রে এনডিএ সরকারের শরিক শিবসেনা মহারাষ্ট্রে পুরভোটে বিজেপি-র গাঁটছড়া ছিন্ন করায় মেয়র নির্বাচন ঘিরে কিছুটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। কিন্তু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর এ দিনের বিবৃতির পর শিবসেনা প্রার্থীর মেয়র হওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। ৮ মার্চ মেয়র-পদ নিয়ে ভোটাভুটি হবে বৃহন্মুম্বই পুরসভায়।