Natioanl News

শিব গড়েই দিনযাপন করেন মুসলিম এই নারী

মাথা ঢাকা হাল্কা ওড়নায়। কাজের ফাঁকে ফাঁকে কখনও খুলে যাচ্ছে সেই আব্রু। অভ্যস্ত হাতে কখনও তা ঠিক করে নিচ্ছেন নিজেই। তিনি আলম আরা। দুটো হাত চলছে ক্রমাগত। নিপুণ দক্ষতায় সেই হাতেই তৈরি হচ্ছে শিবলিঙ্গ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৭ ১৪:৩৮
Share:

নিপুণ হাতে চলছে শিবলিঙ্গ তৈরির কাজ।

এক চিলতে ঘরের দাওয়ায় বসে একমনে কাজ করে যাচ্ছেন তিনি। মাথা ঢাকা হাল্কা ওড়নায়। কাজের ফাঁকে ফাঁকে কখনও খুলে যাচ্ছে সেই আব্রু। অভ্যস্ত হাতে কখনও তা ঠিক করে নিচ্ছেন নিজেই। তিনি আলম আরা। দুটো হাত চলছে ক্রমাগত। নিপুণ দক্ষতায় সেই হাতেই তৈরি হচ্ছে শিবলিঙ্গ। শিল্প আর ভালবাসার বন্ধনে মুছে যাচ্ছে দুই ধর্মের পোশাকি নাম, আনুষ্ঠানিকতা, বিবাদ, বিভেদও।

Advertisement

আরও পড়ুন: গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগ তুলে ওড়িশায় আগুন লাগানো হল ট্রাকে

আলম আরা। মুসলিম এই তরুণীর বাড়ি উত্তরপ্রদেশের বারাণসী। ১৭ বছর ধরে এই বাড়িতে বসেই তৈরি করছেন শিবলিঙ্গ। আলমের গল্পটা সত্যিই ব্যতিক্রমী। ব্যতিক্রমী তাঁর ভাবনাও। এই শিল্পীসত্ত্বাকে ঈশ্বর প্রদত্ত বলেই মনে করেন তিনি।

Advertisement

বাজারে যাওয়ার জন্য প্যাকেটবন্দি হচ্ছে আলমের হাতে তৈরি শিবলিঙ্গ

শুধু তাই নয়, সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে আলম জানান, এটাই তাঁর রুটি-রুজি। আলম বলেন, ‘‘শিল্পের কোনও হিন্দু-মুসলমান হয় না। শিল্পের কাছে আমরা সবাই শুধু হিন্দুস্তানি। আর কোনও পরিচয় নেই।’’

আলম মনে করেন, শিল্পের কোনও সীমান্ত নেই, কোনও সংকীর্ণতা নেই। সাম্প্রদায়িক হানাহানির কোনও স্থান নেই সেখানে। আর তাই প্রায় দুই দশক ধরে শিবলিঙ্গ তৈরি করেই সংসার চালান আলম আরা।

(ছবি: টুইটারের সৌজন্যে)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement