Rahul Gandhi

কৃষকদের পাশে দাঁড়িয়ে নতুন বছরে মোদী সরকারকে খোঁচা রাহুলের

পাশাপাশি যাঁরা দেশের জন্য প্রাণ দিয়ে এবং দেশকে রক্ষা করেছেন, তাঁদের কথাও বিশেষ ভাবে উল্লেখ করেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ১৬:২০
Share:

রাহুল গাঁধী। —ফাইল চিত্র

কৃষকদের আন্দোলন সমর্থন করেছেন আগেও। এ বার নববর্ষের শুভেচ্ছাবার্তাতেও দিল্লিতে কৃষক আন্দোলনকে কুর্নিশ করলেন রাহুল গাঁধী। নাম না করেও নিশানা করেছেন মোদী সরকারকে। ওই টুইটে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন কংগ্রেস সাংসদ।

Advertisement

ব্যক্তিগত সফরে এই মুহূর্তে বিদেশে রয়েছেন রাহুল। যদিও নিজের গন্তব্য গোপন রেখেছেন। তবে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ইতালির মিলান শহরে রয়েছেন তিনি। একটি ছবি-সহ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন রাহুল। এই বছর যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের কথা স্মরণ করেছেন তিনি। পাশাপাশি যাঁরা দেশের জন্য প্রাণ দিয়ে এবং দেশকে রক্ষা করেছেন, তাঁদের কথাও বিশেষ ভাবে উল্লেখ করেছেন তিনি।

টুইটের শেষ অংশে কৃষকদের আন্দোলনের কথা বলেছেন রাহুল। লিখেছেন, ‘যে সব কৃষক ও শ্রমিককরা অনৈতিক শক্তির বিরুদ্ধে মর্যাদা ও সম্মানের সঙ্গে লড়াই লড়ছেন, আমার মন তাঁদের সঙ্গে রয়েছে’। অনৈতিক শক্তির কথা বলে মোদী সরকারকেই খোঁচা দিয়েছেন রাহুল।

Advertisement

আরও পড়ুন: প্রতি ইঞ্চিতে জবাব পাবে, বলছেন ক্ষুব্ধ, ব্যথিত ও ঘরবন্দি শিশির অধিকারী

দিল্লির উপকণ্ঠে সিংঘু সীমানায় প্রায় দেড় মাস ধরে আন্দোলন চালাচ্ছে কৃষকরা। তাঁদের মূল দাবি, তিনটি কৃষি আইন প্রত্যাহার। সরকারের সঙ্গে ৭ দফা আলোচনার পরেও জট কাটেনি। কিছু দিন আগে বিরোধী সাংসদদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। সেই দলে নেতৃত্বে ছিলেন রাহুল গাঁধী। সেই সময়ও তিনি কেন্দ্র তথা মোদী সরকারকে কটাক্ষ করে বলেছিলেন, ‘ভারত এখন এক কল্পিত গণতন্ত্রের দেশ’। ইংরেজি নতুন বছরের শুরুর দিনেও কৃষকদের পাশে দাঁড়ালেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন