মায়ানমার ফেরত নিচ্ছে ৭ রোহিঙ্গাকে

অসমের স্বরাষ্ট্র বিভাগের প্রধান সচিব এল এস চাংসন জানান, বর্তমানে অসমের বিভিন্ন জেলে  মোট ৩২ জন মায়ানমারের নাগরিক রয়েছেন। তাঁদের ফিরিয়ে নেওয়ার জন্য বহু দিন ধরেই সে দেশের সরকারের সঙ্গে কথা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৮ ০৩:১৯
Share:

দেশে ফিরবে শিলচর জেলে বন্দি সাত রোহিঙ্গা প্রতীকী ছবি।

শিলচর জেলে বন্দি সাত রোহিঙ্গাকে ফিরিয়ে নিচ্ছে মায়ানমার সরকার। বিদেশ মন্ত্রক ও সে দেশের দূতাবাসের মধ্যে চুক্তি সই হয়েছে এ নিয়ে। আগামী ৪ অক্টোবর মণিপুরের মোরে ও মায়ানমারের তামু সীমান্তে হস্তান্তর করা হবে তাঁদের। পাঁচ বছর আগে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকার সময় করিমগঞ্জে ধরা পড়েছিলেন এঁরা। সেই থেকে রয়েছেন শিলচর জেলে। ১৩ জনকে গ্রেফতার করা হলেও মায়ানমার সরকার সাত জনের ঠিকানা খুঁজে পাওয়ার কথা স্বীকার করেছে।

Advertisement

অসমের স্বরাষ্ট্র বিভাগের প্রধান সচিব এল এস চাংসন জানান, বর্তমানে অসমের বিভিন্ন জেলে মোট ৩২ জন মায়ানমারের নাগরিক রয়েছেন। তাঁদের ফিরিয়ে নেওয়ার জন্য বহু দিন ধরেই সে দেশের সরকারের সঙ্গে কথা হচ্ছে। এর আগে তারা দু’জনকে ফিরিয়ে নিয়েছিল। এ বার শিলচর থেকে সাত জনকে নিতে সম্মত হয়েছে। বাকিদের ঠিকানা সম্পর্কে নিশ্চিত হওয়ার কাজ চলছে বলে জানান চাংসান।

শিলচর জেলে এখন ৪৮ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। তাঁদের ফেরানোর জন্যও বাংলাদেশ সরকারের সঙ্গে কথা চলছে। গত দু’বছরে বেশ কয়েক দফায় তারা তাদের নাগরিকদের শিলচর জেল থেকে নিয়ে গিয়েছে। বাংলাদেশি বন্দিদের খোঁজখবর করতে শনিবার গুয়াহাটির বাংলাদেশ দূতাবাস থেকে সহকারী হাই কমিশনার শাহ মহম্মদ তনভির মনসুর শিলচরে এসেছেন। তিনি কাছাড়ের জেলাশাসক এস লক্ষ্মণনকে সঙ্গে নিয়ে বন্দিদের সঙ্গে কথাও বলেন। এঁদের সঙ্গে অবশ্য এনআরসি বা ডি-ভোটারের কোনও সম্পর্ক নেই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন