Maharashtra Woman Death

একই পরিবারের চার জনের দেহ উদ্ধার! তিন সন্তান-সহ মহিলার রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার চিঠি

পুলিশ জানিয়েছে, মহিলার স্বামী রাতের ডিউটি করতে গিয়েছিলেন। শনিবার সকালে বাড়িতে ফেরেন। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় ভেবেছিলেন সকলেই ঘুমোচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ১৩:৫৯
Share:

ঘটনাস্থলে পুলিশ। ছবি: সংগৃহীত।

মহারাষ্ট্রের ঠাণেতে একটি বাড়ি থেকে এক মহিলা এবং তাঁর তিন সন্তানের দেহ উদ্ধার হল। শনিবার সকালে ঘরের ভিতরে চার জনের দেহ পড়ে থাকতে দেখেন মহিলার স্বামী। তার পরই পুলিশে খবর দেন তিনি। মহারাষ্ট্রের ভিবন্ডি এলাকার এই ঘটনায় রহস্য ঘনাচ্ছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মহিলার স্বামী রাতের ডিউটি করতে গিয়েছিলেন। শনিবার সকালে বাড়িতে ফেরেন। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় ভেবেছিলেন সকলেই ঘুমোচ্ছে। কিন্তু ডাকাডাকি করেও যখন সাড়া পাননি, তখন জানলা দিয়ে উঁকি মেরে দেখতেই আঁতকে ওঠেন। চিৎকার করে পড়শিদের ডাকেন। খবর দেওয়া হয় পুলিশেও।

পুলিশ জানিয়েছে, মহিলা এবং তাঁর তিন সন্তানের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তিন সন্তানকে খুনের পর মহিলা আত্মঘাতী হয়েছেন। কিন্তু মহিলার স্বামী সন্দেহ প্রকাশ করেছেন। তাঁর দাবি, এমন কিছু ঘটনা ঘটেনি যে তাঁর স্ত্রীকে আত্মঘাতী হতে হবে। মহিলার স্বামীর বয়ান রেকর্ড করা হবে বলে পুলিশ সূত্রে খবর। তবে কী কারণে মহিলা আত্মঘাতী হলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তবে ওই নোটে কী লেখা রয়েছে তা খোলসা করেনি পুলিশ। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন ছিল, পারিবারিক কোনও গন্ডগোল চলছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement