nagaland

Dimapur: প্রেমিকাকে মুগ্ধ করতে বন্দুক হাতে হাজির প্রেমিক, তার পর...

পুলিশ জানিয়েছে, প্রেমিকাকে খুশি করতে এক ব্যক্তির কাছ থেকে .২২ ক্যালিবারের একটি পিস্তল ধার করেছিলেন তোরিন তিখির নামে বছর পঁচিশের এক যুবক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ১৮:০২
Share:

সেই যুবক। ছবি সৌজন্য টুইটার।

প্রেমিকাকে মুগ্ধ করার জন্য ‘বন্দুকধারী রোমিও’ সাজতে গিয়েছিলেন নাগাল্যান্ডের এক যুবক। শেষমেশ ঠাঁই হল শ্রীঘরে। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ডিমাপুরের পাদুমপুখুরি এলাকায়।
ঘটনাটি ঠিক কী?

Advertisement

পুলিশ জানিয়েছে, প্রেমিকাকে খুশি করতে এক ব্যক্তির কাছ থেকে .২২ ক্যালিবারের একটি পিস্তল ধার করেছিলেন তোরিন তিখির নামে বছর পঁচিশের এক যুবক। সেই বন্দুক হাতে নিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে যান তোরিন। কিন্তু ফল হয় উল্টো।

তোরিনকে বন্দুক হাতে নিয়ে আসতে দেখেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। তোরিন কিছু বুঝে ওঠার আগেই পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, তোরিনের কাছ থেকে একটি বন্দুক এবং তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

Advertisement

ডিমাপুর থানায় তোরিনের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement