নয়া কাশ্মীর, নয়া স্বর্গ গড়ার ডাক মোদীর

নয়া কাশ্মীর, নয়া ভূস্বর্গ গড়ার স্বপ্নের সঙ্গে তাঁর সরকারের পদক্ষেপের কথাও জুড়েছেন মোদী

Advertisement

সংবাদ সংস্থা

নাশিক শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯ ০০:৪৪
Share:

নাশিকের জনসভায় প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার। পিটিআই

নয়া কাশ্মীর, নয়া ভূস্বর্গ গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের সভায় বললেন প্রতিটি কাশ্মীরিকে আলিঙ্গন করার কথা।

Advertisement

কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের পরে, উপত্যকার পরিস্থিতি নিয়ে বিরোধী দলগুলি যখন সমালোচনায় মুখর, সেখানকার প্রায় সব নেতা আটক, সেই সময়েই আজ মহারাষ্ট্রে বিধানসভা ভোটের বিউগল বাজাতে গিয়ে মোদীর মুখে ছিল কাশ্মীর। নাশিকে একটি জনসভায় সেই প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর মন্তব্য, ‘‘মানুষকে জম্মু-কাশ্মীরের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি সন্তুষ্ট যে দেশ সে দিকেই এগোচ্ছে।’’ মোদীর মন্তব্য, ‘ সব সময়েই জানতাম, কাশ্মীর আমাদেরই। এখন প্রতিটি ভারতীয়কে নতুন স্লোগান তুলতে হবে— অব মিলকর এক নয়া কাশ্মীর বানানা হ্যায়।...ফির একবার, কাশ্মীর কো স্বর্গ বানানা হ্যায়।’’

নয়া কাশ্মীর, নয়া ভূস্বর্গ গড়ার স্বপ্নের সঙ্গে তাঁর সরকারের পদক্ষেপের কথাও জুড়েছেন মোদী। তাঁর দাবি, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সেখানকার উন্নয়নে বাধা হয়েছিল। বাকি ভারত যে সব কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে পারত, জম্মু-কাশ্মীরের পক্ষে তা পাওয়া সম্ভব ছিল না। মোদী বলেন, ‘‘দিল্লি থেকে অনেক ভাল কিছু পৌঁছতে পারত কাশ্মীরে। কিন্তু সেই বাধা এখন কেটেছে। কাশ্মীরের মানুষ এখন দিল্লি থেকে পৌঁছনো যাবতীয় সুবিধা সরাসরি পেতে পারবেন।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন