খ্রিস্টান প্রধান রাজ্যে ক্রসই অস্ত্র মোদীর

প্রধানমন্ত্রী বলেন, ‘‘সব ধর্মাবলম্বীর সুরক্ষা ও সমৃদ্ধির দায়িত্ব আমাদের। আফগানিস্তানে ফাদার অ্যালেক্সিস প্রেম কুমারকে তালিবান অপহরণ করেছিল। তাঁকে মুক্ত করেছে বিজেপি সরকারই।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৫৩
Share:

সাজ: নাগা পোশাকে নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ভোটের প্রচারে কোহিমায় প্রধানমন্ত্রী। —নিজস্ব চিত্র।

মেঘালয় ও নাগাল্যান্ডে শেষ দফার প্রচারে এসে নাগা চুক্তি, নীরব মোদী নিয়ে একটি শব্দও খরচ করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত দু’দিনে মেঘালয়ের প্রচার সভা থেকে রাহুল গাঁধী তাঁকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তা-ও গ্রহণ করলেন না। বরং খ্রিস্টান-প্রধান দুই রাজ্যে প্রচারের অস্ত্র হিসেবে বেছে নিলেন খ্রিস্টানদের জন্য তাঁর সরকার যা যা করেছে তার তালিকাকেই।

Advertisement

আন্তর্জাতিক ব্যাপটিস্ট নেতাকে ভিসা না দেওয়ার ঘটনাকে প্রচারের হাতিয়ার করেছে বিজেপি-বিরোধীরা। নাগাল্যান্ডে ব্যাপটিস্ট গির্জা সংগঠন এক ধাপ এগিয়ে গিয়ে ‘ক্রস’-এর সঙ্গে ‘ত্রিশূল’-এর লড়াই হিসেবে আগামী বিধানসভা ভোটকে চিহ্নিত করেছে। প্রধানমন্ত্রী বলেন, ‘‘সব ধর্মাবলম্বীর সুরক্ষা ও সমৃদ্ধির দায়িত্ব আমাদের। আফগানিস্তানে ফাদার অ্যালেক্সিস প্রেম কুমারকে তালিবান অপহরণ করেছিল। তাঁকে মুক্ত করেছে বিজেপি সরকারই।’’ মনে করান, ইরাকে বন্দি কেরলের খ্রিস্টান ধর্মাবল্মী নার্সদেরও বিজেপি সরকারই উদ্ধার করে। মোদী বলেন, ‘‘আফগানিস্তানে অপহৃত হন জুডিথ ডিসুজা। কেরলের যাজক টম উজান্নালিলকে ইয়েমেনে অপহরণ করা হয়। তাঁদেরও ফিরিয়ে এনেছে আমাদের সরকার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন