স্বেচ্ছাচারী নই: প্রধানমন্ত্রী

মোদীকে খুনের ছক কষা হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছেন গোয়েন্দারা। বেড়েছে নিরাপত্তাও। সে ব্যাপারে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীকে বলা হয়, তাঁর রোড-শো নিয়ে ভয় আছে অনেক অনুরাগীর মনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৮ ০৩:৪৭
Share:

নরেন্দ্র মোদী বললেন, তিনি ‘শাহেনশা বা স্বেচ্ছাচারী শাসক’ নন। ছবি: এএফপি।

নিজেই নিজেকে শংসাপত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, তিনি ‘শাহেনশা বা স্বেচ্ছাচারী শাসক’ নন।

Advertisement

মোদীকে খুনের ছক কষা হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছেন গোয়েন্দারা। বেড়েছে নিরাপত্তাও। সে ব্যাপারে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীকে বলা হয়, তাঁর রোড-শো নিয়ে ভয় আছে অনেক অনুরাগীর মনে। জবাবে মোদী বলেন, ‘‘আমি শাহেনশা বা স্বেচ্ছাচারী শাসক নই। যখনই কোথাও যাই, সমাজের সব বয়সের, সব শ্রেণির মানুষ শুভেচ্ছা জানাতে জড়ো হন। তাঁদের উষ্ণতা উপেক্ষা করে গাড়িতে বসে থাকতে পারি না। তাই নেমে পড়ি।’’

কংগ্রেসের প্রশ্ন, নিরাপত্তার কারণ দেখিয়েই তো আটকানোর চেষ্টা করা হচ্ছে রাহুল গাঁধীকে। রাহুল যখন একই ভাবে মানুষের ভিড়ে মিশে যেতে চান, তাঁকে কেন বেড়ি পরানোর চেষ্টা করছে সরকার? কংগ্রেস নেতাদের অভিযোগ, সকলেই জানেন, মোদী স্বেচ্ছাচারী। তিনি অস্বীকার করলেও ক্ষমতা নিজের হাতেই রাখেন। দুর্ভাগ্যজনক হল, মোদী নিজে এবং অমিত শাহ ছাড়া দলের আর কেউ প্রধানমন্ত্রী সম্পর্কে এমন দরাজ সার্টিফিকেট দেন না।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন