মোদীর কথায় শাস্তি উঠল জওয়ানের

২১ ফেব্রুয়ারির ঘটনা। পশ্চিমবঙ্গের নদিয়ায় নিযুক্ত ১৫ তম ব্যাটেলিয়নের কনস্টেবল সঞ্জীব কুমার মহড়া চলাকালীন বলেছিলেন, ‘মোদী প্রোগ্রাম’।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৮ ০৩:৪৭
Share:

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘অসম্মান’ করার অভিযোগে বিএসএফ জওয়ানের এক সপ্তাহের বেতন জরিমানা করা হয়েছিল। সেই খবর পেয়ে যারপরনাই অসন্তুষ্ট হন প্রধানমন্ত্রী। তাঁর হস্তক্ষেপেই শেষমেশ ফিরিয়ে নেওয়া হল শাস্তি।

Advertisement

২১ ফেব্রুয়ারির ঘটনা। পশ্চিমবঙ্গের নদিয়ায় নিযুক্ত ১৫ তম ব্যাটেলিয়নের কনস্টেবল সঞ্জীব কুমার মহড়া চলাকালীন বলেছিলেন, ‘মোদী প্রোগ্রাম’। এ ধরনের শব্দ ব্যবহার করার জন্য কম্যান্ডিং অফিসার (সিও) অনুপলাল ভগত সঞ্জীবের সাত দিনের বেতন জরিমানা করেন। অর্থাৎ তাঁর মাসিক বেতন থেকে এক সপ্তাহের টাকা কেটে নেওয়া হবে। তাঁকে জানানো হয়েছিল, ‘‘প্রধানমন্ত্রীকে অসম্মান করার জন্য এই শাস্তি।’’

বিএসএফের মুখপাত্র এ দিন বলেন, ‘‘ঘটনাটি জানার পরে ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী। দ্রুত শাস্তি প্রত্যাহারের নির্দেশ দেন। দায়িত্বপ্রাপ্ত কম্যান্ড্যান্টকে সতর্ক করে দেওয়া হয়েছে।’’ সেনাবাহিনীর এক কর্তার কথায়, ‘‘বাহিনীর ছেলেমেয়েরা অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে কাজ করেন। কম্যান্ডাররা শৃঙ্খলা বজায় রাখবেন ঠিকই, কিন্তু অপরাধ করলে তবে শাস্তি। তার আগে তাঁদেরও যোগ্য নেতা হয়ে উঠতে হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন