Mamata Banerjee

বিমা বিল: বিরোধিতা করতে নির্দেশ মমতার

তৃণমূল সূত্রের খবর, বিমায় ১০০ শতাংশ বিদেশি লগ্নির বিরোধিতা ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় সংসদের নেতাদের জানিয়েছেন, মোদী সরকার বিমা ও অন্যান্য ক্ষেত্রে জিএসটি কমিয়ে তার কৃতিত্ব নিচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৯:১৬
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

‘সবকা বিমা সবকি রক্ষা’ বিলে মোদী সরকার বিমা সংক্রান্ত আইনগুলিতে সংশোধন করে বিমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি লগ্নির রাস্তা খুলতে চাইছে। মঙ্গলবার বিলটি সংসদে পেশ করতে চলেছে মোদী সরকার। আজ লোকসভার কার্যসূচি উপদেষ্টা কমিটিতে এ নিয়ে আলোচনার পরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় দলের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে যোগাযোগ করেন। মোদী সরকার কী কী বিল আনছে, তার মর্মার্থ জানতে চান। একই সঙ্গে কোন বিলে দলের অবস্থান কী হবে তা নিয়ে প্রয়োজনীয় নির্দেশও দেন।

তৃণমূল সূত্রের খবর, বিমায় ১০০ শতাংশ বিদেশি লগ্নির বিরোধিতা ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় সংসদের নেতাদের জানিয়েছেন, মোদী সরকার বিমা ও অন্যান্য ক্ষেত্রে জিএসটি কমিয়ে তার কৃতিত্ব নিচ্ছে। কিন্তু এর ফলে পশ্চিমবঙ্গ সরকারের ২০ হাজার কোটি টাকা লোকসান হবে। যদিও তার দায় নিচ্ছে না কেন্দ্র।

‘সবকা বিমা, সবকি রক্ষা’ বিলে মোদী সরকার বিমা আইন, জীবন বিমা নিগম আইন ও বিমা নিয়ন্ত্রণ আইনে সংশোধন করছে। এর ফলে বিমা ক্ষেত্রের আধুনিকীকরণ ও আরও বেশি মানুষের কাছে বিমার সুবিধা পৌঁছবে বলে মোদী সরকারের দাবি। যদিও বিরোধীদের প্রশ্ন, বিদেশি সংস্থাগুলি কি এ দেশের সাধারণ মানুষকে বিমার সুবিধা দেবে? বিমা সংস্থাগুলির অভিযোগ, এই বিলে একই লাইসেন্সে সব রকম বিমার ব্যবসা করার সুযোগ থাকছে না।

এ ছাড়া, মোদী সরকার আজ লোকসভায় ৭১টি পুরনো অপ্রয়োজনীয় আইন প্রত্যাহারের জন্য বিল পেশ করেছে। এর মধ্যে ব্রিটিশ জমানার ভারতীয় ট্রামওয়ে আইনও রয়েছে। ভারতে ট্রাম চালু করার জন্য ব্রিটিশ সরকার এই আইন এনেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন