ভারত-রুশ সম্পর্কে পুরনো আস্থা কোমর বাঁধছে সাউথ ব্লক

দীর্ঘদিনের বন্ধুত্বে চিড় ধরেছিল। সেই চিড় যাতে ফাটলে পরিণত না হয় তা নিশ্চিত করতে এ বার কোমর বাঁধছে সাউথ ব্লক। এ কাজে নতুন মার্কিন প্রশাসনকে পাশে নিয়েই এগোনো হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:২৭
Share:

দীর্ঘদিনের বন্ধুত্বে চিড় ধরেছিল। সেই চিড় যাতে ফাটলে পরিণত না হয় তা নিশ্চিত করতে এ বার কোমর বাঁধছে সাউথ ব্লক। এ কাজে নতুন মার্কিন প্রশাসনকে পাশে নিয়েই এগোনো হচ্ছে। শুরু হয়ে গিয়েছে জুন মাসের প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া যাওয়ার প্রস্তুতি। সেই সফরে কূটনৈতিক আলোচনার পাশাপাশি একটি অর্থনৈতিক সম্মেলনেও যোগ দেবেন মোদী।

Advertisement

ভারত-রুশ সম্পর্কে পুরনো আস্থা ফেরাতে একটি নকশা বানানোর পরিকল্পনাও করেছেন প্রধানমন্ত্রী। সেই মতো আমলা পর্যায়ে প্রয়াসও শুরু হয়েছিল। কূটনৈতিক সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গেও প্রাথমিক আলোচনা সেরেছে সাউথ ব্লক। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সখ্যও এ ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রেখেছে ভারতকে। ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা ট্রাম্প এটা চাইছেন না যে, রাশিয়ার জন্য পাকিস্তানের আইএসআই শক্তিশালী হয়ে উঠুক। বিদেশসচিব এস জয়শঙ্করের মার্কিন সফরেও এ ব্যাপারে আমেরিকার সঙ্গে সবিস্তার আলোচনা হবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement