বিবেক-হীন নীতি আয়োগে অমিত

১৫ তারিখে নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই নীতি আয়োগের অধ্যক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ জুন ২০১৯ ০২:৩৫
Share:

ছবি: সংগৃহীত।

নীতি আয়োগ ঢেলে সাজলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজীব কুমারই থাকছেন নীতি আয়োগের উপাধ্যক্ষ। রমেশ চাঁদ, ভি কে সারস্বত, ভি কে পালের মতো অন্য সদস্যরাও পুনর্বহাল হয়েছেন। তবে বিবেক দেবরায়কে এ বার নীতি আয়োগের সদস্য হিসেবে আর নিয়োগ করা হয়নি। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান। সরকারি সূত্রের খবর, আগামী সেপ্টেম্বর পর্যন্ত ওই পদে বিবেকের মেয়াদ রয়েছে।

Advertisement

১৫ তারিখে নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই নীতি আয়োগের অধ্যক্ষ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের পাশাপাশি পদাধিকার বলে এ বার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর নীতি আয়োগের সদস্য হবেন। এ ছাড়া বিশেষ আমন্ত্রিত হিসেবে মন্ত্রী নিতিন গডকড়ী, পীযূষ গয়াল, থেবরচাঁদ গহলৌত এবং রাও ইন্দ্রজিৎ সিংহকে রাখা হয়েছে। নীতি আয়োগের সিইও অমিতাভ কান্তকে নতুন সরকারে আরও বড় ভূমিকায় দেখা যেতে পারে বলে সরকারি সূত্রের খবর। রাজনৈতিক নিযুক্তি বলে বিবেক দেবরায় ভোটের ফল প্রকাশের আগেই পদত্যাগ করেছিলেন। আর নীতি আয়োগের সদস্য থাকছেন না বলে জল্পনা শুরু হতে বিবেক আজ টুইটে লিমেরিক লিখে জবাব দেন, ইতিহাস দেখা হলে এমন ভুল হত না। তবে এ সব নিয়ে তাঁর কোনও মাথা ব্যথা নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন