National News

‘দীপাবলীতে হারিয়ে যেতাম জঙ্গলে, বাসন মেজেছি আরএসএস অফিসে’

হিমালয়ে থাকতে থাকতে অভ্যাসে কিছুটা বদল এনেছিলাম। জীবনের ভারসাম্য বজায় রাখতে ফিবছর দীপাবলীর পর পাঁচ দিনের জন্য জঙ্গলে চলে যেতাম। এটা বেশি কেউ জানেন না।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ১৮:০৭
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। - ফাইল ছবি।

আলোয় ঝলমলে দীপাবলীর সময় সবাই যখন নানা ধরনের আতসবাজি নিয়ে মেতে থাকতেন, তখন পাঁচ দিনের জন্য লোকালয় ছেড়ে একা হিমালয়ের কোনও জঙ্গলে উধাও হয়ে যেতেন তিনি। সেটাই তাঁর নিয়ম হয়ে উঠেছিল। জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Advertisement

‘হিউম্যানস অফ বম্বে’ নামে একটি জনপ্রিয় ফেসবুক পেজে দেওয়া সাক্ষাৎকারে মোদী বলেছেন, ‘‘হিমালয়ে থাকতে থাকতে অভ্যাসে কিছুটা বদল এনেছিলাম। জীবনের ভারসাম্য বজায় রাখতে ফিবছর দীপাবলীর পর পাঁচ দিনের জন্য জঙ্গলে চলে যেতাম। এটা বেশি কেউ জানেন না। পাঁচ দিন চলার মতো খাবার নিয়ে নিতাম। তখন টেলিভিশন বা ইন্টারনেটের যুগও ছিল না। আমিও ওই সময় চাইতাম না সংবাদপত্র পড়তে বা রেডিও শুনতে। বরং সেই সবের থেকে দূরে থাকতে চাইতাম।’’

তাঁর সাক্ষাৎকারটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে দু’টি পর্বে। সেখানে তাঁর জীবনের নানা পর্বের কথা সবিস্তারে বলেছেন মোদী। ভাগ করে নিয়েছেন তাঁর জীবনের নানা সময়ের ছবি।

Advertisement

আরও পড়ুন- গঙ্গাদূষণ রুখতে উপহার নিলাম করছেন প্রধানমন্ত্রী​

আরও পড়ুন- নেতাজির সাম্প্রদায়িকতা বিরোধিতা কি মোদী-শাহ জুটি মানতে পারবেন?​

মোদী বলেছেন, ‘‘হিমালয় থেকে ফিরে এসে মনে হয়েছিল সমাজের সেবাতেই কাটিয়ে দেব জীবনটা। তাই হিমালয় থেকে ফিরে এসেই চলে গিয়েছিলাম আমদাবাদে। বড় শহরে সেটাই আমার প্রথম থাকা। সেখানেই কাকাকে মাঝে-মাঝে ক্যান্টিনের কাজে সাহায্য করতাম। তা করতে করতেই এক দিন, ঘটনাচক্রে আরএসএসের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। হয়ে পড়লাম পূর্ণ সময়ের প্রচারক। তখনই আমার মানুষের কাছে আসার শুরু। ওই সময় আরএসএসের অফিসে সতীর্থদের জন্য চা বানিয়েছি, বাসন মেজেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন