এ বার মোদীর তির, জবাব কারাটেরও

মোদীর অভিযোগের জবাবে কারাট জানিয়েছেন, তাঁর দল চিরকালই বাঙালি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পক্ষে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ০৩:০৯
Share:

নরেন্দ্র মোদী ও প্রকাশ কারাট।—ফাইল চিত্র।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বামেদের বিরোধিতার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলছিল বিজেপি। রবিবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাটকে টেনে এনে একই খোঁচা দিলেন বামেদের। কারাট অবশ্য সঙ্গে সঙ্গেই তার জবাব দিয়েছেন।

Advertisement

দিল্লির রামলীলা ময়দানে জনসভায় এ দিন মোদী বলেন, ‘‘সারা পৃথিবীতে যে বামেরা প্রত্যাখ্যাত, তারা এখনও কিছু কিছু কোনায় রয়ে গিয়েছে। কমিউনিস্ট নেতা প্রকাশ কারাটও ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা মানুষের পক্ষে কথা বলতেন। তাঁরাও এখন শরণার্থীদের নাগরিকত্ব দিতে আপত্তি করছেন। তাঁর দল শুধু ভোটব্যাঙ্কের রাজনীতি করছে। মিথ্যাচার করছে।’’ মোদীর অভিযোগের জবাবে কারাট জানিয়েছেন, তাঁর দল চিরকালই বাঙালি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পক্ষে। কিন্তু তা ধর্মের ভিত্তিতে দেওয়ার বিরোধী। এ দিন আসানসোলে নিরুপম সেন স্মারক বক্তৃতা করতে এসেছিলেন কারাট। তার ফাঁকেই তিনি বলেন, ‘‘বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের সুরক্ষা ও নাগরিকত্বের দাবি বরাবরই সিপিএম করেছে। কোঝিকোড়ের পার্টি কংগ্রেসে বাঙালি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে প্রস্তাব গৃহীত হয়েছিল। ২০১২ সালে পার্টির তদানীন্তন সাধারণ সম্পাদক হিসাবে আমি প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে চিঠি লিখে যথাযথ সংশোধনী আনার কথা বলি। কিন্তু মোদী সরকার নাগরিকত্ব সংশোধনীর যে আইন এনেছে, তা ধর্মীয় পরিচয়ের মাপকাঠির ভিত্তিতে। তা সংবিধান বিরোধী। তাই আমরা এই আইনের বিরোধিতা করছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement