সনিয়ার প্রকল্পে গিয়ে দোষ তাঁকেই

প্রয়াগরাজে সঙ্গমের পাশে কাটালেন প্রায় দু’ঘণ্টা। গঙ্গাপুজো করলেন, তুললেন নিজস্বীও। জানিয়ে দিলেন, জানুয়ারিতে শুরু হওয়া কুম্ভ মেলাকে বিশ্বের সামনে বিরাট ভাবে তুলে ধরতে চেষ্টার কোনও ত্রুটি হবে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ০২:৪৫
Share:

প্রয়াগরাজে সঙ্গমের পাশে কাটালেন প্রায় দু’ঘণ্টা। গঙ্গাপুজো করলেন, তুললেন নিজস্বীও। জানিয়ে দিলেন, জানুয়ারিতে শুরু হওয়া কুম্ভ মেলাকে বিশ্বের সামনে বিরাট ভাবে তুলে ধরতে চেষ্টার কোনও ত্রুটি হবে না। রামমন্দির নিয়ে চাপে পড়ে সেখানে সাধু সন্তদের সংগঠন আখাড়া পরিষদের সঙ্গে বৈঠকও করলেন নরেন্দ্র মোদী। ওই শহরে পৌঁছনোর আগেই সনিয়া গাঁধীর নির্বাচনী কেন্দ্র রায়বরেলী ঘুরে এসেছেন। সেখানে জনসভায় ছত্রে ছত্রে আক্রমণ, দোষারোপ কংগ্রেসকে। ইউপিএ জমানার ব্যর্থতার অভিযোগ। আর সনিয়া গাঁধীর স্বপ্নের প্রকল্প ‘রায়বরেলী মডার্ন কোচ ফ্যাক্টরি’তে গিয়ে অভিযোগ করলেন, আগের জমানায় প্রকল্পের কাজ এগোয়নি কিছুই। তিনিই এ বার পরিস্থিতি বদলাতে চলেছেন। সব দেখে বিরোধীরা বলছেন, বিধানসভা ভোটে বিপর্যয় হয়েছে ঠিকই। কিন্তু নিজেকে বদলাননি মোদী। আগে যা করতেন, এখনও সেটাই করে চলছেন।

Advertisement

লোকসভা ভোটের আগে রায়বরেলীতে সনিয়ার কৃতিত্বকে খাটো করে দেখাতে এ দিন তৎপর ছিলেন প্রধানমন্ত্রী। প্রায় এক দশক আগে যে রেল কোচ ফ্যাক্টরির শিলান্যাস থেকে শুরু করে উদ্বোধনও করেছেন সনিয়া, আজ প্রথমবার সেখানে পৌঁছে মোদী বলেন, ‘‘আগের সরকার এই প্রকল্পকে অবহেলা করেছে। কারখানার ক্ষমতা অনুযায়ী কাজ হয়নি। ২০১০ সালে কারখানা চালুর পরে কপূরথালা থেকে কোচ এনে জুড়ে দিয়ে শুধু রং করে দেওয়া হত।’’ প্রধানমন্ত্রী স্বপ্ন দেখান, এই কারখানাতেই এ বার মেট্রো থেকে শুরু করে হাইস্পিড ট্রেনের কোচ তৈরি হবে। কাজ বাড়লে মিলবে চাকরিও। তাঁর দাবি, এটাই বিশ্বের সবচেয়ে বড় রেল কোচ ফ্যক্টরি হতে চলেছে। পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেন, ‘‘চার বছরে মোদীজির জমানাতেই রায়বরেলীর বিকাশ চোখে পড়ছে।’’

কংগ্রেস অবশ্য কটাক্ষ করতে ছাড়ছে না। দলের নেতা প্রমোদ তিওয়ারির মন্তব্য, ‘‘কোচ ফ্যক্টরির কাজ শুরু করিয়েছিলেন ম্যাডাম। কে কী বলল, যায় আসে না।’’ প্রমোদের দাবি, সনিয়ার কেন্দ্রে মোদীর কথা শুনতে চাইছিল না জনতা। লোক

Advertisement

উঠে যাচ্ছে দেখে প্রধানমন্ত্রীকে জনসভার মাঝপথে বক্তৃতা থামিয়ে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান তুলতে হয়।

এ দিন প্রয়াগরাজে বামরৌলি বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন করেন মোদী। প্রায় ৪৫০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাসও করেন। আর এ সব করতে গিয়েই বারবার নিশানা করেন কংগ্রেসকে। অভিযোগ আনেন, কংগ্রেস বিচারব্যবস্থার উপরেও চাপ বাড়িয়ে একে দুর্বল করার চেষ্টা করেছিল। গণতন্ত্রকে অপমান করে জরুরি অবস্থা জারি করেছিল। মোদীর অভিযোগ, কংগ্রেস নিজেকে গণতন্ত্র, বিচারব্যবস্থারও উপরে মনে করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন