বিজেপির সদস্য হবেন বঙ্গে নিহতের পরিবার

কেরলেও ‘সিপিএমের হাতে নিহত’ বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের দিল্লিতে এনে দলে শামিল করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৯ ০৪:১০
Share:

—ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গে রাজনৈতিক আক্রমণের শিকার হয়েছেন বিজেপির যে কর্মীরা, তাঁদের পরিবারের সকলকে সদস্য করার অভিযানে নামল নরেন্দ্র মোদীর দল। সভাপতি অমিত শাহের নির্দেশ, পশ্চিমবঙ্গে তৃণমূলের কর্মীদের ‘আক্রমণে’ যে বিজেপি কর্মীরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে বিজেপি-র সদস্য করতে হবে। সেইমতো আজ ঝাড়গ্রামের রাসবিহারী বেরাকে সকালে বিমানে দিল্লিতে আনা হয়। দুপুরে যুব মোর্চার প্রধান পুনম মহাজন তাঁকে বিজেপি-র সদস্যপদ দেন। রাসবিহারীর বাবা রামপদ বেরা তৃণমূলের হাতে প্রাণ হারিয়েছিলেন বলে বিজেপির অভিযোগ। রাসবিহারী আজ বলেন, ‘‘চোখের সামনে বাবাকে খুন হতে দেখেছি। আমাকেও তিন মাস জেলে রাখা হয়েছিল। যে বিজেপি করার জন্য বাবা প্রাণ দিয়েছেন, সেই দল ছাড়া অন্য কোথাও যাই কী করে?’’

Advertisement

কেরলেও ‘সিপিএমের হাতে নিহত’ বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের দিল্লিতে এনে দলে শামিল করা হয়েছে। কাশ্মীরে জঙ্গিদের হাতে নিহত পরিবারের আত্মীয়দের অনেকেও যোগ দেন বিজেপিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement