Narendra Modi slams Turkey

তুরস্ককে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

এরপর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বাধীন সার্বভৌম এবং ভৌগোলিক অখণ্ডতাযুক্ত ঐক্যবদ্ধ সাইপ্রাসের প্রতি ভারতের ধারাবাহিক এবং একচ্ছত্র সমর্থন রয়েছে।’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ০৮:৪৬
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

সাইপ্রাসের মাটিতে দাঁড়িয়ে তুরস্কের উদ্দেশে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।‘ভৌগোলিক অখণ্ডতার’ প্রশ্নে জোরালো সওয়াল করলেন। ১৯৭০ সাল থেকে তুরস্কের আগ্রাসনের শিকার সাইপ্রাস।

‘অপারেশন সিঁদুরের’ পরে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল তুরস্ক। তাদের দেওয়া ড্রোন ছুড়ে ভারতের সীমান্তবর্তী এলাকায় ক্ষয়ক্ষতি করেছে ইসলামাবাদ। আজ তাৎপর্যপূর্ণ ভাবে সাইপ্রাস এবং তুরস্কের সংঘর্ষবিরতি লাইন পরিদর্শন করেছেন মোদী। সঙ্গে ছিলেন সে দেশের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডিস। তুরস্কের অধীনে থাকা নিকোসিয়ার নিকটবর্তী পাহাড়গুলিও দেখানো হয়।

এরপর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বাধীন সার্বভৌম এবং ভৌগোলিক অখণ্ডতাযুক্ত ঐক্যবদ্ধ সাইপ্রাসের প্রতি ভারতের ধারাবাহিক এবং একচ্ছত্র সমর্থন রয়েছে।’ এই প্রসঙ্গে দু’পক্ষই অর্থবহ আলোচনা শুরু করার জন্য একতরফা কোনও অভিযানকে এড়িয়ে যাওয়ার উপর জোর দিয়েছে। বলা হয়েছে, ‘দুই দেশই সাইপ্রাস প্রশ্নে সামগ্রিক এবং স্থায়ী সমাধানের প্রতি তাদের গভীর দায়বদ্ধতার কথা জানিয়েছে। যেখানে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তি এবংরাজনৈতিক সাম্যের ভিত্তিতেসমাধান আসবে।’

আজ সাইপ্রাসের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হয়েছেন মোদী। সাইপ্রাসের প্রেসিডেন্টের হাত থেকে এই সম্মান গ্রহণ করেন তিনি‌। ‘গ্র্যান্ড ক্রস অব দ্য মাকারিওস ৩’ সম্মান গ্রহণের পর মোদী বলেন, ‘‘এটি শুধু আমার নয়, ১৪০ কোটি ভারতীয় এই সম্মানের দাবিদার। ভারতীয়দের সক্ষমতা, ভারতের সংস্কৃতি, মূল্যবোধ এবং বসুধৈব কুটুম্বকম দর্শনের সম্মান।’’ তাঁর মতে, ‘‘এই সম্মান দুই দেশের শান্তি, নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জনগণের প্রতি প্রতিশ্রুতির প্রতীক।’’

পর্যটন শিল্পে বৃদ্ধির উপর জোর দিয়ে মোদী বলেন, ‘‘সাইপ্রাস ভারতীয়দের কাছে অন্যতম পছন্দের পর্যটনের জায়গা।’’ সাইপ্রাসের প্রেসিডেন্টকে ভারতে আমন্ত্রণও জানিয়েছেন তিনি। সে দেশের সংস্থাগুলিকে ভারতে বিনিয়োগে আহ্বানও জানান। পর্যটন ও ব্যবসাবাণিজ্যের সুবিধার কথা বিবেচনা করে দু’টি দেশের আর্থিক লেনদেন যাতে ইউপিআই-এর মাধ্যমে হতে পারে, সেই লক্ষ্যে এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড ও ইউরোব্যাঙ্ক সাইপ্রাস সমঝোতাপত্র স্বাক্ষর করে। এ বছরের মধ্যে ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে বলে দুই নেতা আশাপ্রকাশ করেন। আগামী বছরই ইউ কাউন্সিলের সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করবে সাইপ্রাস।

আদানি-খোঁচা রমেশের: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাইপ্রাস সফরের মধ্যেই কংগ্রেস দাবি তুলল, ‘আদানি কেলেঙ্কারি’-র এক জন প্রধান চরিত্র সাইপ্রাসের নাগরিক। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘‘প্রধানমন্ত্রী হয়তো আমাদের বলবেন, এটা নিতান্তই কাকতালীয় যে মোদী-আদানি কেলেঙ্কারির প্রধান চরিত্র সাইপ্রাসের নাগরিক। সাইপ্রাসেরনিউ লিয়েইনা তহবিল আদানিগোষ্ঠীর সংস্থাগুলিতে ৪২ কোটি ডলার লগ্নি করেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন