Narendra Modi

খ্রিস্টান নেতাদের সঙ্গে কথা বলবেন মোদী

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে বলা হয়েছে, কোনও প্রধানমন্ত্রী এই প্রথম এই ধরনের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। অনুষ্ঠানটির আয়োজক ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া (সিবিসিআই)।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ০৮:১৩
Share:

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

বড়দিনের মুখে কার্ডিনাল, বিশপ এবং চার্চের বিশিষ্ট সাধারণ নেতা-সহ খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে বলা হয়েছে, কোনও প্রধানমন্ত্রী এই প্রথম এই ধরনের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। অনুষ্ঠানটির আয়োজক ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া (সিবিসিআই)। প্রধানমন্ত্রীর
দফতর জানিয়েছে, ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি সারা ভারত জুড়ে সমস্ত ক্যাথলিকদের সঙ্গে যোগ রেখে কাজ করে।

বড়দিনে দেশের খ্রিস্টান সম্প্রদায়কে বার্তা দেওয়ার বিষয়টি গত কয়েক বছর শুরু করেছেন মোদী। এক বার বড়দিন মাসের শেষ রবিবারে হওয়ায় নিজের ‘মন কি বাত’ অনুষ্ঠানে জিশুর জীবন থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। গত বছর নিজের সরকারি বাসভবন নয়াদিল্লির ৭ নম্বর লোককল্যাণ মার্গে পালিত হয় বড়দিন।

আরএসএস বরাবরই মুসলিমদের পাশাপাশি খ্রিস্টানদেরও সমালোচনা করেছে। ধর্মান্তরণ নিয়ে অভিযোগ তুলেছে। বিরোধীদের মতে, সেই সংগঠনের প্রাক্তন প্রচারক মোদী খ্রিস্টধর্মের বার্তা দিচ্ছেন ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন