NCERT

একাদশ-দ্বাদশের শিক্ষা নির্ঘণ্ট

স্কুল বন্ধ থাকলেও কী ভাবে মোবাইল ফোন, টিভি, রেডিয়ো, সোশ্যাল মিডিয়া ইত্যাদি ব্যবহার করে পড়াশোনা চালিয়ে যাওয়া যায়, সপ্তাহ ধরে-ধরে তার বিশদ পরিকল্পনা করে দেওয়া আছে এনসিইআরটি-র তৈরি এই নির্ঘণ্টে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ জুন ২০২০ ০৫:০৮
Share:

ছবি: সংগৃহীত।

কেন্দ্র একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বিকল্প শিক্ষা নির্ঘণ্ট প্রকাশ করল বুধবার। প্রথম থেকে দশম শ্রেণির জন্য তা আগেই ঘোষণা করা হয়েছে। মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক বুধবার জানান, স্কুল বন্ধ থাকলেও কী ভাবে মোবাইল ফোন, টিভি, রেডিয়ো, সোশ্যাল মিডিয়া ইত্যাদি ব্যবহার করে পড়াশোনা চালিয়ে যাওয়া যায়, সপ্তাহ ধরে-ধরে তার বিশদ পরিকল্পনা করে দেওয়া আছে এনসিইআরটি-র তৈরি এই নির্ঘণ্টে। বিশেষ ভাবে সক্ষমদের কথা মাথায় রেখে শ্রুতি-বই (অডিয়ো বুক), রেডিয়ো অনুষ্ঠান ইত্যাদিকে কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। জোর দেওয়া হয়েছে যোগ, শরীর চর্চা, আঁকার মতো বিভিন্ন বিষয়েও। কলেজের গণ্ডি পেরোনো পড়ুয়াদের শিক্ষানবিশির (ইন্টার্নশিপ) সুযোগ দিতে আবাসন ও শহর উন্নয়ন মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিশেষ একটি প্রকল্পের ঘোষণা করা হতে পারে বলে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রে ইঙ্গিত মিলেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন