জোট গঠন আরও এগোল, উপমুখ্যমন্ত্রিত্বে ‘রাজি’ এনসিপি এবং কংগ্রেস

মহারাষ্ট্রে কোনও দলই সরকার গড়তে না পারায় রাষ্ট্রপতি শাসন জারি হয়। তার পরেই নতুন করে সরকার গঠনে তৎপর হয় শিবসেনা, কংগ্রেস ও এনসিপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ ০২:৫৪
Share:

সাংবাদিক বৈঠকে শরদ পওয়ার। শুক্রবার নাগপুরে। এবং সাঙ্গলিতে উদ্ধব ঠাকরে। শুক্রবার। ছবি: পিটিআই।

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদ শিবসেনাকে ছাড়তে নীতিগত ভাবে রাজি হল এনসিপি এবং কংগ্রেস। উপমুখ্যমন্ত্রিত্বেই দু’দল খুশি থাকতে ‘রাজি হওয়ায়’ জোট গঠন আরও এক ধাপ এগোল বলে মনে করা হচ্ছে। এনসিপি প্রধান শরদ পওয়ারও আজ বলেন, ‘‘তিন দল সরকার গড়তে চলেছে মহারাষ্ট্রে। যার স্থায়িত্ব হবে পুরো পাঁচ বছর।’’

Advertisement

মহারাষ্ট্রে কোনও দলই সরকার গড়তে না পারায় রাষ্ট্রপতি শাসন জারি হয়। তার পরেই নতুন করে সরকার গঠনে তৎপর হয় শিবসেনা, কংগ্রেস ও এনসিপি। কাল সন্ধ্যায় অভিন্ন ন্যূনতম কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসে তিন দল। তিন দলের নেতারাই প্রাথমিক ভাবে ওই কর্মসূচির বিষয়বস্তুতে সম্মতি দেন। শুরু থেকেই শিবসেনার গলার কাঁটা হয়ে রয়েছে মুখ্যমন্ত্রিত্ব, যা না দেওয়ায় বিজেপির সঙ্গে জোট ভাঙতে পিছপা হয়নি উদ্ধব ঠাকরেরা। সূত্রের মতে, মুখ্যমন্ত্রিত্ব যে শিবসেনার কাছে স্পর্শকাতর, সেটা বুঝে এখনই তা নিয়ে দর কষাকষির পথে না-হাঁটার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি ও কংগ্রেস। প্রাথমিক আলোচনায় ঠিক হয়েছে, মুখ্যমন্ত্রী পদ পাবে শিবসেনা। দুই উপমুখ্যমন্ত্রী হবে এনসিপি ও কংগ্রেস থেকে। এই সূত্র আপাতত মেনে নিচ্ছে তিন দল। ঠিক হয়েছে, নতুন মন্ত্রিসভায় শিবসেনার ১৬, এনসিপি-র ১৪ ও কংগ্রেসের ১২ জন সদস্য থাকবেন।

রবিবার দিল্লিতে সনিয়া গাঁধীর সঙ্গে বৈঠক পওয়ারের। তার পরে উদ্ধবের সঙ্গে বৈঠকে বসবেন দুই নেতা। তিন জন একমত হলে সরকার গড়ার ঘোষণা করা হবে। পওয়ার বলেন, ‘‘কেউ মুখ্যমন্ত্রী পদ দাবি করলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’’ তবে দলের মুখপাত্র নবাব মালিক আজ বলেন, ‘‘আপাতত শিবসেনা থেকেই মুখ্যমন্ত্রী হচ্ছে।’’ প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, এনসিপি থেকে উপমুখ্যমন্ত্রী হবেন শরদের ভাইপো অজিত পওয়ার।

Advertisement

আরও পড়ুন: জেএনইউয়ে ফের আজাদি বিতর্ক

কংগ্রেস অবশ্য উপমুখ্যমন্ত্রী পদে নতুন মুখ বাছতে চাইছে। তবে মুখ্যমন্ত্রী পদটি পুরো মেয়াদে শিবসেনাকে ছেড়ে দেওয়া হবে, নাকি আড়াই বছর পরে শরিক কোনও দল তা দাবি করবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এআইসিসি। সূত্রের মতে, রবিবার শরদ-সনিয়া বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যদিও মুখ্যমন্ত্রী পদ নিয়ে শিবসেনা যে আপসে রাজি নয়, তা আজ ফের স্পষ্ট করে দিয়েছেন দলীয় সাংসদ সঞ্জয় রাউত। তাঁর কথায়, ‘‘পাঁচ কেন, উদ্ধব ঠাকরের নেতৃত্বে ২৫ বছর মহারাষ্ট্র শাসন করবে শিবসেনা।’’

তবে তিন দলেরই দাবি জোট প্রক্রিয়া এগোচ্ছে। শরদ আজ মুম্বইয়ে দাবি করেন, ‘‘পুরো পাঁচ বছর যাতে সরকার চলে, তা নিশ্চিত করাটাই শরিকদের দায়িত্ব।’’ শুরু থেকেই ওই ‘অসম জোট’ নিয়ে সরব বিজেপির সদ্য-প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। তাঁর দাবি, ছ’মাসের বেশি চলবে না সরকার। তাঁকে কটাক্ষ করে পওয়ার বলেন, ‘‘দেবেন্দ্র যে জ্যোতিষের ছাত্র, তা জানতাম না!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন