Operation Sindoor

‘অপারেশন সিঁদুরে’ মৃত্যু হয়েছে ১০০ জঙ্গির! সর্বদল বৈঠকে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ, শোনানো হল মোদীবার্তাও

বৃহস্পতিবার সর্বদল বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী জয়শঙ্কর-সহ মন্ত্রিসভার অন্য সদস্যেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১২:৩৭
Share:

সর্বদল বৈঠকে বিরোধীদের মোদীবার্তা শোনালেন শাহেরা। —ছবি: পিটিআই।

‘অপারেশন সিঁদুরে’ ১০০-রও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সর্বদল বৈঠকে এমনটাই জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এ-ও জানানো হয়েছে যে, এই অভিযান এখনও শেষ হয়নি। একাধিক সংবাদমাধ্যম সরকারি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে। ওই সূত্রের খবর, বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ঐক্যবদ্ধ থাকার’ বার্তাও বিরোধী দলগুলির প্রতিনিধিদের কাছে উপস্থাপন করেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যেরা। ওই বার্তায় বলা হয়েছে, কঠিন পরিস্থিতিতে এই সময় দেশের প্রতিটি নাগরিকের একজোট থাকা প্রয়োজন। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়। এই ন’টি জায়গার মধ্যে চারটি পাকিস্তানে এবং পাঁচটি পাক অধিকৃত কাশ্মীরে। বহাওয়ালপুর, মুরিদকে এবং সিয়ালকোট, মূলত এই তিনটি এলাকার জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়াই ছিল সেনার মূল লক্ষ্য। ওই সব জায়গায় বসেই ভারতে সন্ত্রাসবাদী হানার ছক কষা হয়েছিল বলে দাবি ভারতের। তবে সামরিক অভিযানে কত জনের মৃত্যু হয়েছে, এখনও তা আনুষ্ঠানিক ভাবে জানায়নি ভারত। সরকারি সূত্রে খবর, সর্বদল বৈঠকে রাজনাথ বিরোধী দলের প্রতিনিধিদের জানিয়েছেন, শতাধিক জঙ্গি নিহত হয়েছে। এই অভিযানের খুঁটিনাটি বিরোধী দলগুলির প্রতিনিধিদের ব্যাখ্যা করা হয় বলে সরকারি ওই সূত্র মারফত জানা গিয়েছে।

Advertisement

বৃহস্পতিবার সংসদ ভবনে হওয়া সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী। সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রীই। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ-সহ মন্ত্রিসভার অন্য সদস্যেরা। প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের পর হওয়া সর্বদল বৈঠকেও উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী।

কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তৃণমূলের তরফে বৈঠকে যোগ দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তা ছাড়া ডিএমকের তরফে উপস্থিত ছিলেন টিআর বালু, আপের তরফে সঞ্জয় সিংহ, উদ্ধবসেনার তরফে সঞ্জয় রাউত, এনসিপি (এসপি)-র তরফে সুপ্রিয়া সুলে।

Advertisement

কেন্দ্রের একটি সূত্র মারফত জানা গিয়েছে, সর্বদল বৈঠকে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে কী ভাবে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিতে প্রত্যাঘাত করা হয়েছে, তা তুলে ধরা হয়েছে। এই সামরিক অভিযানের সম্ভাব্য প্রভাব, যে কোনও পাক হামলার জবাবে সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে ওই সূত্রের খবর। জানা গিয়েছে, কেন্দ্রের তরফে বৈঠকে উপস্থিত সকলকে সেনার সাহসিকতার বিষয়টি সর্বত্র ছড়িয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement