Cow Smuggling

নিট পরীক্ষার্থীর মুখে গুলি করে, গাড়িচাপা দিয়ে খুন গরু পাচারকারীদের! উত্তরপ্রদেশের গোরক্ষপুরে উত্তেজনা

পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে তিনটি গাড়িতে আলাদা আলাদা ভাবে আসে একদল গরু পাচারকারী। দীপক একাই পাচারকারীদের পিছু ধাওয়া করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৮
Share:

প্রতীকী ছবি।

এক নিট পরীক্ষার্থীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল সন্দেহভাজন গরু পাচারকারীদের বিরুদ্ধে। সোমবার বিকেলের এই ঘটনায় উত্তেজনা ছড়াল উত্তরপ্রদেশের গোরক্ষপুরে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দীপক গুপ্ত। তাঁর মুখে গুলি করে পাচারকারীরা। মৃত্যু নিশ্চিত করতে মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় তারা। তার পর দেহ তুলে নিয়ে গিয়ে তাঁর বাড়ি থেকে চার কিলোমিটার দূরে ফেলে দেওয়া হয়। নিট পরীক্ষার্থীর দেহ উদ্ধারের পর থেকেই গোরক্ষপুর-পিপরাইচ রোড অবরুদ্ধ করেন গ্রামবাসীরা।

পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে তিনটি গাড়িতে আলাদা আলাদা ভাবে আসে একদল গরু পাচারকারী। দীপক একাই পাচারকারীদের পিছু ধাওয়া করেন। গ্রাম থেকে কিছুটা দূরে দীপককে একা পেয়ে তাঁকে প্রথমে মারধর করে পাচারকারীরা। তার পর তাঁকে নিজেদের গাড়িতে তুলে নিয়ে যায়। এক ঘণ্টা গাড়ি করে যাওয়ার পর একটি নির্জন জায়গায় দীপককে গুলি করে তারা। তাঁর মুখে গুলি করা হয়। তার পর গাড়ি দিয়ে মাথা পিষে দেওয়া হয়।

Advertisement

দীপকের মৃত্যু হলে তাঁর দেহ তুলে নিয়ে আবার গ্রামের কাছে ফেলে যায় পাচারকারীরা। সেই সময় এক পাচারকারীকে ধরে ফেলেন গ্রামবাসীরা। তাঁকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। উত্তেজিত জনতাকে সামাল দিতে গিয়ে তারাও আক্রান্ত হয়। এই ঘটনায় দুই পুলিশকর্মী আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, দীপককে খুনে অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement