—প্রতিনিধিত্বমূলক চিত্র।
৪০ লক্ষ টাকা দিলেই মিলবে প্রশ্নপত্র! পরীক্ষার আগে প্রশ্নপত্র দেওয়ার টোপ দেখিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন তিন জন। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় (নিট) প্রশ্নপত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানোর অভিযোগ উঠল রাজস্থানে। উল্লেখ্য, রবিবারই সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে নিট-ইউজি। তার আগেই প্রকাশ্যে এল এই জালিয়াতির ঘটনা।
পুলিশ সূত্রে খবর, প্রশ্নপত্রের টোপ দিয়ে প্রতারণার ছক কষেছিলেন অভিযুক্তেরা। সেই ছকে এক নিট পরীক্ষার্থী এবং তার পরিবারকে ফাঁসান তাঁরা। অভিযোগ, ওই পরীক্ষার্থীকে অভিযুক্তেরা জানান, তাঁদের কাছে নিটের প্রশ্নপত্র রয়েছে। যদি সেই প্রশ্নপত্র পেতে গুনতে হবে ৪০ লক্ষ টাকা! সেই মতো ওই পরীক্ষার্থী এবং তার পরিবারকে গুরুগ্রামে ডেকে পাঠান অভিযুক্তেরা। সেখানেই টাকার লেনদেন হয়। তবে তার পরে কোনও প্রশ্নপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ। ওই পরীক্ষার্থীর পরিবারের দাবি, তারা যখন অভিযুক্তদের কাছে প্রশ্নপত্রের দাবি করে, তখন তা দিতে অস্বীকার করেন।
প্রতারিত হয়েছে বুঝতে পেরেই ওই নিট পরীক্ষার্থীর পরিবার রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপের সঙ্গে যোগাযোগ করে। সেখানেই লিখিত অভিযোগ দায়ের করে তারা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতেরা হলেন বলওয়ান, হরদাস এবং মুকেশ মীনা। অভিযুক্তদের গ্রেফতার করলেও এই ধরনের প্রতারণা চক্রের ফাঁদে না পড়ার পরামর্শও দিচ্ছে পুলিশ।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। তার পরেই প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা রুখতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) কড়া পদক্ষেপ করে। একটি বিশেষ পোর্টাল চালু করেছিল তারা। এনটিএ জানায়, পরীক্ষায় জালিয়াতি করার মতো কর্মকাণ্ড নিয়ে সন্দেহ হলেই সেই পোর্টালে অভিযোগ জানানোর কথা। সেই আবহেই নতুন জালিয়াতির খবর প্রকাশ্যে এল।