আজ থেকে চালু কৃষি সেস: রেস্তোরাঁ, ট্রেন, বিমানে খরচ আরও বাড়ল

গোদের উপর বিষফোড়া। সবে সোমবার মধ্যরাত থেকে বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। বুধবার সকাল থেকে পরিষেবার উপর বসল কৃষি কল্যাণ সেস। অর্থাৎ রেস্তোরাঁয় খেতে চাইলে পকেট থেকে খসবে আগের চেয়েও বেশি। ট্রেনের এসি ক্লাসের টিকিট, পণ্য পরিহবণ এবং পার্সেল পাঠানোর খরচও বাড়ছে। বাড়ছে বিমানে টিকিটের দামও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ১৩:২৫
Share:

গোদের উপর বিষফোড়া। সবে সোমবার মধ্যরাত থেকে বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। বুধবার সকাল থেকে পরিষেবার উপর বসল কৃষি কল্যাণ সেস। অর্থাৎ রেস্তোরাঁয় খেতে চাইলে পকেট থেকে খসবে আগের চেয়েও বেশি। ট্রেনের এসি ক্লাসের টিকিট, পণ্য পরিহবণ এবং পার্সেল পাঠানোর খরচও বাড়ছে। বাড়ছে বিমানে টিকিটের দামও।

Advertisement

দেশে কৃষির উন্নতির কেন্দ্রীয় সরকার যে বিপুল বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, সেই টাকা যে সাধারণ মানুষের উপর বাড়তি কর চাপিয়েই তোলা হবে, তা বেজেট পেশ করার সময়ই অরুণ জেটলি জানিয়েছিলেন। এই বাড়তি করের নাম কৃষি কল্যাণ সেস। বিভিন্ন ধরনের পরিষেবার উপর ০.৫ শতাংশ করে কৃষি কল্যাণ সেস বসবে বলে জানানো হয়েছিল। সেই ঘোষণা বুধবার থেকে কার্যকরী হল।

আরও পড়ুন:

Advertisement

সেপ্টেম্বরেই বিদায়, কেন্দ্রকে জানালেন রাজন

নতুন এই সেস বসার পর হোটেল-রেস্তোরাঁ সহ বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে পরিষেবা কর বেড়ে ১৫ শতাংশে পৌঁছে গেল। অর্থাৎ উইকএন্ডে যদি ভাল রেস্তোরাঁয় গিয়ে ডিনার করার ইচ্ছা হয়, তা হলে হাজার টাকার খাওয়া-দাওয়া করলে ১৫০ টাকা পরিষেবা কর দিতে হবে এ বার থেকে।

ট্রেনের এসি কামরার টিকিটের দামে অবশ্য বাড়তি সেসের প্রভাব পুরোটা পড়বে না। ০.৫ শতাংশ নয়, এসি কামরার টিকিটের দাম বাড়বে ০.১৫ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement