বলিউড অ্যানিমেশন ছবি ‘হনুমান দা দমদারে’ হনুমানের গলায় শোনা যাবে সলমন খানকে। ছবির নির্মাতা ইউসুফ শেখ জানান, সলমন নিজেই ছবিটি নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত। অক্টোবরে মুক্তি পেতে চলা এই ছবির অন্যান্য চরিত্রে শোনা যাবে জাভেদ আখতার, রবিনা টন্ডন, কুণাল খেমুর মতো অভিনেতাদেরও।