National News

গুজরাতে নতুন রক্তের গ্রুপের সন্ধান পেলেন চিকিত্সকরা

এ, বি, এবি, ও— রক্তের এ সব গ্রুপ সম্পর্কে তো আমরা ওয়াকিবহাল। এমনকী, বিশ্বের বিরতলতম রক্ত ‘বম্বে গ্রুপ’-এরও নাম কেউ কেউ জানি। এ বার আরও একটি নতুন রক্তের গ্রুপের সন্ধান পেলেন চিকিত্সকরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫১
Share:

প্রতীকী ছবি।

এ, বি, এবি, ও— রক্তের এ সব গ্রুপ সম্পর্কে তো আমরা ওয়াকিবহাল। এমনকী, বিশ্বের বিরতলতম রক্ত ‘বম্বে গ্রুপ’-এরও নাম কেউ কেউ জানি। এ ছাড়াও ২০১২ এবং ২০১৪ সালে ল্যাঞ্জেরেইস, আরএইচ, এইচএইচ ও এবিও গ্রুপের অস্তিত্ব পেয়েছিলেন চিকিত্সকরা। এ বার আরও একটি নতুন রক্তের গ্রুপের সন্ধান পেলেন চিকিত্সকরা।

Advertisement

কী সেই নতুন গ্রুপ? কোথায় পাওয়া গেল?

সম্প্রতি গুজরাতের সুরাতে চিকিত্সকরা এক ব্যক্তির শরীরে নতুন রক্তের গ্রুপের সন্ধান পান। তাঁদের দাবি, এখনও পর্যন্ত বিশ্বের কোথাও এই রক্তের গ্রুপ মেলেনি। ওই ব্যক্তির রক্তের নমুনা পরীক্ষা করার সময় অবাক হয়ে যান চিকিত্সকরা। কোনও গ্রুপের সঙ্গেই তাঁর রক্ত মিলছিল না। অবশেষে চিকিত্সকরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে ওই ব্যক্তির রক্তের নমুনা পরীক্ষা করতে পাঠান। তাঁরা জানান, এই নিয়ে এখনও গবেষণা চলছে।

Advertisement

যে ব্যক্তির শরীরে এই নতুন গ্রুপের সন্ধান পাওয়া গিয়েছে তাঁর পরিচয় গোপন রেখেছেন চিকিত্সকরা। তাঁরা জানিয়েছেন, গবেষণার স্বার্থেই তাঁর নাম প্রকাশ্যে আনা হচ্ছে না। চিকিত্সকরা আরও জানান, কোনও গ্রুপের সঙ্গে না মেলায় ওই ব্যক্তি কাউকে রক্ত দিতেও পারবেন না, আবার কারও কাছ থেকে নিতেও পারবেন না। নতুন ওই রক্তের গ্রুপের নাম দেওয়া হয়েছে ‘INRA’। চিকিত্সকরা জানান, দেশের প্রথম দুই অক্ষর এবং ওই ব্যক্তির নামের প্রথম দুই অক্ষর মিলিয়েই এই নামকরণ করা হয়েছে।

আরও খবর...

হেরিটেজ হিরো হলেন অসমের বিভূতি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন