National News

রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীনতা বজায় থাকবে, কাজে যোগ দিয়ে আশ্বাস শক্তিকান্তের

তাঁর কথায়, ‘‘কেন্দ্রীয় সরকার আর রিজার্ভ ব্যাঙ্কের মধ্যে কী হয়েছে না হয়েছে, সেই সবের মধ্যে ঢুকতে চাই না। এইটুকু জানি, সব প্রতিষ্ঠানেরই স্বশাসনের অধিকার অক্ষুন্ন থাকা উচিত। থাকা উচিত তার বিশ্বাসযোগ্যতাও।’’

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ১৯:৪২
Share:

রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর শক্তিকান্ত দাস। ছবি- পিটিআই।

রিজার্ভ ব্যাঙ্কের স্বশাসনের অধিকার, স্বাধীনতা খর্ব হোক, চান না নতুন গভর্নর শক্তিকান্ত দাস। তিনি চান, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের মূল্যবোধ, আত্মসম্মান যেন অক্ষুন্ন থাকে।

Advertisement

রিজার্ভ ব্যাঙ্কের ২৫তম গভর্নর হিসেবে কাজে যোগ দিয়ে বুধবার এ কথা বলেছেন শক্তিকান্ত। তাঁর কথায়, ‘‘কেন্দ্রীয় সরকার আর রিজার্ভ ব্যাঙ্কের মধ্যে কী হয়েছে না হয়েছে, সেই সবের মধ্যে ঢুকতে চাই না। এইটুকু জানি, সব প্রতিষ্ঠানেরই স্বশাসনের অধিকার অক্ষুন্ন থাকা উচিত। থাকা উচিত তার বিশ্বাসযোগ্যতাও।’’

বিরোধ, বিবাদ নয়, আলোচনাতেই যে যাবতীয় সমস্যা তিনি মেটাতে চান, সেটাও গোপন করেননি রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর। এ দিন বলেছেন, ‘‘সব কিছুই আলোচনায় মেটানো যায়। একটি প্রতিষ্ঠান হিসেবে রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীনতার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আর সেই স্বাধীনতা কেন্দ্রীয় ব্যাঙ্কের থাকবে আগামী দিনেও। যাতে তার পেশাদারিত্ব, মূল্যবোধ, বিশ্বাসযোগ্যতা ও স্বশাসনের অধিকার খর্ব না হয়, তার জন্য আমি যথাসাধ্য চেষ্টা চালাব।’’

Advertisement

কেন্দ্রীয় ব্যাঙ্কের ২৫তম গভর্নরের দায়িত্ব নিয়ে তিনি কী কী করতে চান, পরে টুইট করে তাও জানিয়েছেন শক্তিকান্ত। লিখেছেন, তিনি চান মুদ্রাস্ফীতির রাশ টেনে রাজস্ব ঘাটতির পরিমাণ একটি নির্দিষ্ট লক্ষ্যে বেঁধে রাখতে। তাতে টাকার দাম বাড়বে। রফতানির পরিমাণও বাড়াতে চান তিনি। আর চান, বাড়ুক প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) পরিমাণও।

আরও পড়ূুন- আরবিআইয়ের নয়া গভর্নর সম্পর্কে এগুলি জানতেন!​

আরও পড়ূুন- ‘দুর্নীতিগ্রস্ত’! আরবিআই গভর্নর শক্তিকান্তের বিরুদ্ধে অভিযোগ সুব্রহ্মণ্যম স্বামীর​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন