Meghalaya Honeymoon Murder

মাদকের নেশা ছিল সোনম এবং তাঁর প্রেমিকের! নয়া তথ্য মেঘালয়কাণ্ডে, অভিযুক্তদের নার্কো পরীক্ষার দাবি

রাজার দাদা বিপিন আশঙ্কা প্রকাশ করেছেন, এই ঘটনায় জড়িত বাকি অভিযুক্তেরাও তাঁদের বয়ান পাল্টে দিতে পারেন। যার ফলে সত্যটা সামনে না-ও আসতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১৭:৩৩
Share:

রাজ এবং সোনম। ফাইল চিত্র।

ইনদওরের যুবক রাজা রঘুংবশী হত্যাকাণ্ডে নয়া তথ্য প্রকাশ্যে এল। রাজার পরিবারের দাবি, সোনম এবং তাঁর প্রেমিক রাজ মাদকাসক্ত ছিলেন। তাঁরা নিয়মিত মাদক নিতেন। শুধু প্রেমের টানেই নয়, মাদকের টানেও দু’জনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। আর মাদকের নেশায় তাঁরা অপরাধমূলক কাজের সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ রাজার পরিবারের।

Advertisement

রাজা হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত মোট আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে সোনম, রাজ, তিন ভাড়াটে খুনি ছাড়াও সোনমদের সাহায্য করার অভিযোগে ইনদওরের এক ফ্ল্যাট মালিক, নিরাপত্তারক্ষী এবং জমির ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার এই হত্যাকাণ্ডের দুই অভিযুক্তকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করেছিল মেঘালয় পুলিশ। কিন্তু দু’জনই খুনের কথা অস্বীকার করেছেন। এমনকি ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিতেও রাজি হননি তাঁরা। ফলে এই মামলা আরও জটিল হচ্ছে বলে মনে করছেন অনেকেই।

রাজার দাদা বিপিন আশঙ্কা প্রকাশ করেছেন, এই ঘটনায় জড়িত বাকি অভিযুক্তেরাও তাঁদের বয়ান পাল্টে দিতে পারেন। যার ফলে সত্যটা সামনে না-ও আসতে পারে। আর এই আশঙ্কা করেই রাজার পরিবার লাগাতার অভিযুক্তদের নার্কো পরীক্ষার দাবি জানিয়ে যাচ্ছে। বিপিনের দাবি, যদি অভিযুক্তদের নার্কো পরীক্ষা করা হয়, তা হলে বয়ান পাল্টাতে পারবেন না তাঁরা। সত্যিটাও প্রকাশ্যে আসবে। তাঁর হুঁশিয়ারি, যত দিন না অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করতে পারবেন, তত দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement