নতুন ভিডিয়ো, ‘চোরেদের সর্দার’ বলে আরও তীক্ষ্ণ রা-হুল

আগে বলেছিলেন ‘চোর’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ ‘চোরেদের সর্দার’ বললেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ০২:৫৪
Share:

রাহুল গান্ধী।ছবি: পিটিআই

আগে বলেছিলেন ‘চোর’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ ‘চোরেদের সর্দার’ বললেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।

Advertisement

রাফাল নিয়ে মোদীকে আক্রমণ ক্রমেই বাড়াচ্ছেন রাহুল গাঁধী। তাঁর দল আজ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনারের (সিভিসি) কাছে গিয়েও দাবি তুলল, রাফালের সব নথি বাজেয়াপ্ত হোক। সরকার যাতে পরে এই চুক্তিতে আর কোনও হেরফের না করতে পারে, দায়ের হোক এফআইআর-ও। এরই মধ্যে আজ নরেন্দ্র মোদীর ঘুম ছুটিয়ে আরও দুটি নতুন ভিডিয়ো সামনে এসেছে।

একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, ফরাসি সংস্থা দাসোর প্রধান এরিক ট্র্যাপিয়ার বলছেন, ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’-এর সঙ্গে তাঁদের বোঝাপড়া প্রায় চূড়ান্ত হতে চলেছে। মোদীর ফ্রান্স সফরের সপ্তাহ দুয়েক আগে এ দেশে একটি অনুষ্ঠানেই তিনি এই কথা বলছেন। দ্বিতীয় ভিডিয়োটি মোদীর সফরের দু’দিন আগের। তাতে তৎকালীন বিদেশসচিব জয়শঙ্করও জানাচ্ছেন, দাসোর সঙ্গে হ্যালের বোঝাপড়া চলছে। তবে প্রধানমন্ত্রীর সফরের সঙ্গে এই ধরনের আলোচনার সম্পর্ক নেই।

Advertisement

এই নিয়ে ফের মোদীকে চেপে ধরেছে কংগ্রেস। যদি হ্যালের সঙ্গেই কথা হচ্ছিল, তা হলে কেন তা বদলে অনিল অম্বানীর সংস্থাকে বরাত দেওয়ার জন্য দরবার করলেন প্রধানমন্ত্রী? আর ফ্রান্সে গিয়ে প্রধানমন্ত্রী যে সেটা ঘোষণা করবেন, ৪৮ ঘণ্টা আগেও কেন তা জানতেন না বিদেশসচিব?

নিজের নির্বাচনী কেন্দ্র অমেঠীতে গিয়ে রাহুল আজ ফের বলেন, ‘‘চৌকিদারই চোর। তাই সংসদে রাফাল নিয়ে প্রশ্ন করায় চোখে চোখে রেখে কথা বলতে পারেননি তিনি।’’ তার আগে টুইটে প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সাম্প্রতিক মন্তব্য নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করে রাহুল লেখেন, ‘ভারতের চোরদের সর্দারের সম্পর্কে দুঃখজনক সত্য।’

রাফাল নিয়ে আক্রমণে অন্য বিরোধী দলগুলিও এখন রাহুলের সঙ্গী হচ্ছে। সপা নেতা অখিলেশ যাদব কাল রাফাল নিয়ে ওঠা দুর্নীতির তদন্তে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গঠনের দাবি জানিয়েছিলেন। আজ একই দাবি জানিয়েছেন আর এক বিরোধী নেতা শারদ যাদবও। এ দিন তিনি বলেন, ‘‘বিষয়টিতে স্বচ্ছতা নেই। বিমানের দাম কেন ৫২৬ কোটি থেকে বাড়িয়ে ১৫৭০ কোটি টাকা করা হল, সরকার তার জবাব দিচ্ছে না। এ জন্যই জেপিসি গড়াটা জরুরি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন