ত্রাতা মোদী

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রাণ বাঁচালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার গুজরাতের জামনগরে একটি জল প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন মোদী। উপ-মুখ্যমন্ত্রী নিতিন পটেল জানিয়েছেন, বাঁধ থেকে জল ছাড়ার জন্য বোতাম টিপতেই মোদী খেয়াল করেন নীচে দাঁড়িয়ে ছবি তুলছেন চিত্রসাংবাদিকরা।

Advertisement
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ০২:৩৮
Share:

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রাণ বাঁচালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার গুজরাতের জামনগরে একটি জল প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন মোদী। উপ-মুখ্যমন্ত্রী নিতিন পটেল জানিয়েছেন, বাঁধ থেকে জল ছাড়ার জন্য বোতাম টিপতেই মোদী খেয়াল করেন নীচে দাঁড়িয়ে ছবি তুলছেন চিত্রসাংবাদিকরা। জলের স্রোত ধেয়ে চলেছে তাঁদের দিকে। কিন্তু সে দিকে খেয়াল নেই কারও। তাঁদের সাবধান করতে জোরে জোরে হাততালি দিতে শুরু করেন মোদী। তাতেই সতর্ক হয়ে সরে যাওয়ায় রক্ষা পান ওই সাংবাদিকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement