Death

বাসররাতেই যুগলের মৃত্যু, ২২ বছরের বর আর ২০-র কনের একই সঙ্গে হার্ট অ্যাটাক!

বন্ধ ঘরে বর-বধূর মৃত্যুতে সন্দেহ প্রকাশ করেন আত্মীয়-স্বজন। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ২ জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৩ ১৬:৩৬
Share:

ছবি: প্রতীকী

বিয়ের রাতেই মৃত্যু বর-বধূর। পরের দিন সকালে ঘর থেকে বার করা হল মৃতদেহ। মৃত্যু নিয়ে তৈরি হয় রহস্য। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরের নাম প্রতাপ যাদব। তাঁর বয়স ২২ বছর। ৩০ মে তাঁর সঙ্গে বিয়ে হয় পুষ্পার। পুষ্পার বয়স ২০ বছর। বিয়ের অনুষ্ঠান শেষে নিজেদের ঘরে প্রবেশ করেন বর এবং বধূ। পরের দিন সকালে তাঁদের দেহ উদ্ধার হয়।

বন্ধ ঘরে বর-বধূর মৃত্যুতে সন্দেহ প্রকাশ করেন আত্মীয়-স্বজন। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ২ জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এসপি প্রশান্ত বর্মা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ২ জনের। একই চিতায় বর-বধূকে দাহ করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন গ্রামের বহু মানুষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement