Woman Killed Husband

বিয়ের দেড় মাসের মধ্যে স্বামীকে খুন তরুণীর! নিজের কাকার সঙ্গে প্রেম, জীবনসঙ্গী করতে চেয়েছিলেন তাঁকেই

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তরুণী বছর কুড়ির গুঞ্জা দেবী। তাঁর কাকা জীবন সিংহের বয়স পঞ্চান্ন। নবম-দশম শ্রেণিতে পড়তেই কাকার সঙ্গে গুঞ্জার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১১:২৬
Share:

(বাঁ দিক থেকে) নিহত যুবক প্রিয়াংশু। তাঁর স্ত্রী গুঞ্জা দেবী এবং গুঞ্জার কাকা তথা প্রেমিক জীবন সিংহ। ছবি: সংগৃহীত।

প্রেমিকের সঙ্গে মিলে বিয়ের দেড় মাসের মধ্যে স্বামীকে খুন করার অভিযোগ উঠল নববধূর বিরুদ্ধে। ঘটনাচক্রে, সেই প্রেমিক আবার তরুণীর নিজের কাকা। দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি বিহারের অওরঙ্গাবাদের।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তরুণী বছর কুড়ির গুঞ্জা দেবী। তাঁর কাকা জীবন সিংহের বয়স পঞ্চান্ন। নবম-দশম শ্রেণিতে পড়তেই কাকার সঙ্গে গুঞ্জার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের কেউই বিষয়টি ঘুণাক্ষরে আঁচ করতে পারেননি। কিন্তু সময় যত গড়িয়েছে, তাঁদের দু’জনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। সম্প্রতি তাঁদের এই সম্পর্কের কথা জানাজানি হয়ে যেতেই গুঞ্জা তাঁর অভিভাবকদের জানিয়েছিলেন, বিয়ে যদি করতেই হয়, তা হলে কাকাকেই করবেন। কিন্তু পরিবার তাঁর এই দাবি, এই সম্পর্ক মেনে নিতে অস্বীকার করে।

তার পরই সম্বন্ধ করে গুঞ্জার অন্যত্র বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু হয়। সেটা ভাল ভাবে মেনে নিতে পারেননি গুঞ্জা এবং তাঁর কাকা তথা প্রেমিক জীবন। যদিও বাড়ির ‘চাপে’ তরুণীর বিয়েও হয় মাস দেড়েক আগে। নবীনগর থানার অন্তর্গত বারওয়ান গ্রামের যুবক প্রিয়াংশুর সঙ্গে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয় গুঞ্জার। পুলিশ সূত্রে খবর, বিয়ের পর থেকেই স্বামীকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন গুঞ্জা। অভিযোগ, এ কাজে তাঁকে মদত দিচ্ছিলেন তাঁর প্রেমিক কাকা জীবন। তাঁরা দু’জনে ভাড়াটে খুনি ঠিক করেন। তার পর সুযোগের অপেক্ষা করতে থাকেন। গত ২৫ জুন বোনের বাড়ি থেকে ট্রেনে করে ফিরছিলেন প্রিয়াংশু। নবীনগর স্টেশনে নেমে গুঞ্জাকে ফোন করেন। প্রিয়াংশু জানান, তিনি স্টেশনে অপেক্ষা করছেন। বাড়ির কাউকে বাইক নিয়ে স্টেশনে পাঠানোও কথা বলেন স্ত্রীকে। বাড়ির পথে যাওয়ার সময় দু’জন অজ্ঞাতপরিচয় বাইকে করে এসে প্রিয়াংশুকে গুলি করে পালিয়ে যান।

Advertisement

প্রিয়াংশুর মৃত্যুর তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সেখান থেকে দুই হামলাকারীকে চিহ্নিত করে তারা। তার পরই ওই দু’জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত দু’জন ভাড়াটে খুনি। তাদের জেরা করতেই আসল ঘটনা প্রকাশ্যে আসে। পুলিশ জানিয়েছে, তার পরই গুঞ্জাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর মোবাইলের তথ্য ঘেঁটে পুলিশ জানতে পেরেছে, যে সময় প্রিয়াংশু খুন হন, সেই সময় গুঞ্জা তাঁর কাকার সঙ্গে ফোনে যোগাযোগ রাখছিলেন। গুঞ্জার কাকার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এই ঘটনাই মধ্যপ্রেদেশের ইনদওরের যুবক রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের স্মৃতি উস্কে দিয়েছে। মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে প্রেমিকের সঙ্গে মিলে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন করানোর অভিযোগ ওঠে সোনম রঘুবংশীর বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement