Terrorists Abducted Indians

আল-কায়দা ঘনিষ্ঠ জঙ্গিদের সশস্ত্র হামলা, পশ্চিম আফ্রিকার দেশে পণবন্দি তিন ভারতীয়! কী জানাল উদ্বিগ্ন নয়াদিল্লি?

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তিন বন্দি ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনতে তারা দায়বদ্ধ। তিন জনের পরিবারকে সব রকমের সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ০৮:৩২
Share:

পশ্চিম আফ্রিকার দেশে জঙ্গিদের হাতে পণবন্দি তিন ভারতীয়। —প্রতীকী চিত্র।

পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি কারখানায় হানা দিয়ে তিন ভারতীয়কে পণবন্দি করল জঙ্গিরা। তিন ভারতীয়কে পণবন্দি করে তুলে নিয়ে গিয়েছে তারা। এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “এই তিন ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনার জন্য মালির সরকারকে উপযুক্ত সব পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে।” মালির ভারতীয় দূতাবাস সে দেশের সরকারের সঙ্গে এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রেখে চলছে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

মালির স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, মঙ্গলবার মালির একটি সিমেন্ট কারখানায় হঠাৎই সশস্ত্র হামলা চালায় অজ্ঞাতপরিচয় কয়েক জন দুষ্কৃতী। তার পরেই ওই কারখানায় কাজ করা তিন ভারতীয়কে তুলে নিয়ে যায় তারা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে আল-কায়দা ঘনিষ্ঠ স্থানীয় সন্ত্রাসবাদী সংগঠন নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)। মালিতে একাধিক সন্ত্রাসবাদী হামলা চালানোর অভিযোগ রয়েছে এই সংগঠনটির বিরুদ্ধে।

ইতিমধ্যেই নয়াদিল্লির তরফে মালিতে বসবাসকারী ভারতীয়দের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনও প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এর পাশাপাশি বিদেশ মন্ত্রক জানিয়েছে, তিন বন্দি ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনতে তারা দায়বদ্ধ। তিন জনের পরিবারকে সব রকমের সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement