গ্রাফিক আনন্দবাজার ডট কম।
চূড়ান্ত লক্ষ্য, শরৎকালের আগেই ইউক্রেনের রাজধানী কিভ এবং চেরনিহিভের সেনাঘাঁটি দখল। আর সেই লক্ষ্যপূরণের উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এক লক্ষেরও বেশি সেনা ইউক্রেনের ভূখণ্ড দখলের অভিযানে নেমেছে। পূর্ব ইউক্রেনের ডনবাসের (ডনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে একত্রে এই নামে ডাকা হয়) একাংশ এবং উত্তর-পূর্ব ইউক্রেনের আঞ্চলিক রাজধানী সুমির আশপাশের এলাকা দখলের পরে এ বার তাদের নিশানায় পূর্ব-মধ্যাঞ্চলের পোকরোভস্ক।
পোকরোভস্ক দখল করতে পারলে কার্যত পুরো ডনেৎস্ক এলাকাই পুতিনের নিয়ন্ত্রণে চলে আসবে। বস্তুত, সামরিক অবস্থানগত ভাবে ‘অতি গুরুত্বপূর্ণ’ ওই শহর রুশ সেনার দখলে গেলে কিভের পতন নিশ্চিত বলেই মনে করেন পশ্চিমী সামরিক বিশেষজ্ঞদের একাংশ। কারণ, এই শহর থেকেই সড়ক এবং রেলপথ গিয়েছে কিভে। ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল ওলেকজ়ন্ডার সিরস্কি রুশ ফৌজের অগ্রগতির কথা স্বীকার করে নিয়েছেন। জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রের পরিধি (ওয়ারফ্রন্ট লাইন) প্রায় ১২০০ কিলোমিটার বিস্তৃত করেছে সংখ্যায় ভারী রুশ ফৌজ।
এই পরিস্থিতিতে আগ্রাসন মোকাবিলায় ‘ওয়ার ফ্রন্ট’ প্রশস্ত করতে হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির বাহিনীকে। ফলে তাদের প্রতিরক্ষাব্যূহ দুর্বল হয়ে পড়ছে। সুমি এবং পোকরোভস্কের পাশাপাশি গত সাড়ে তিন বছরের যুদ্ধে এই প্রথম বার ডনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলেও স্থলপথে হামলা শুরু করেছে রাশিয়া! সঙ্কটের এই মূহুর্তে ইউক্রেনের কাছে ‘গোদের উপর বিষফোড়া’ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যাবশীয় অস্ত্র সরবরাহ বন্ধের সিদ্ধান্ত! বুধবার হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যানা কেলি বলেছেন, ‘‘আমাদের প্রতিরক্ষা দফতর বিষয়টি পর্যালোচনা করে আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে।’’
রাশিয়ার সংবাদ সংস্থা ‘তাস’ বুধবার দাবি করেছে, গত ২৪ ঘণ্টার যুদ্ধে অন্তত ১২৩৫ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। তবে কোণঠাসা হয়ে পড়েও মরণপণ প্রত্যাঘাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনা। জেনারেল সিরস্কির দাবি, পশ্চিম রাশিয়ার কুর্স্ক ভূখণ্ডের বেশ কিছু এলাকা নতুন করে তাঁদের দখলে এসেছে। তিনি বলেন, ‘‘অন্তত ১০ হাজার রুশ সেনা আমাদের ঘেরাটোপে পড়েছে।’’ যদিও পূর্ব ইউক্রেনের ৭২তম ড্রোন ব্রিগেডের কমান্ডার আন্দ্রি নাজ়েরেঙ্কো তাঁদের পিছু হটার কথা স্বীকার করে জানিয়েছেন, শেষ পর্যন্ত যুদ্ধবিরতি না হলে বিপাকে পড়তে পারেন তাঁরা।