Newlywed Woman Fled

বৌভাতের দিন প্রেমিকের সঙ্গে পালালেন নববধূ! বিউটি পার্লার থেকে ফেরার পথে ‘অপহৃত’

বিদিশা জেলার রোশনি সোলাঙ্কির সঙ্গে বিয়ে হয়েছিল ভোপালের আশিস রজকের। বুধবার ছিল বৌভাত। সেই উপলক্ষে স্বামী আশিস এবং তাঁর বোনকে নিয়ে গাড়িতে করে বিউটি পার্লারে গিয়েছিলেন রোশনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৯
Share:

আশিস ও তাঁর স্ত্রী রোশনি। ছবি: সংগৃহীত।

বউভাতের দিনই প্রেমিকের সঙ্গে পালালেন নববধূ। একেবারে ফিল্মি কায়দায় তাঁকে রাস্তা থেকে তুলে নিয়ে গেলেন প্রেমিক। এমন ঘটনায় শোরগোল পড়ে যায় মধ্যপ্রদেশের ভোপালে।

Advertisement

বিদিশা জেলার রোশনি সোলাঙ্কির সঙ্গে বিয়ে হয়েছিল ভোপালের আশিস রজকের। বুধবার ছিল বৌভাত। সেই উপলক্ষে স্বামী আশিস এবং তাঁর বোনকে নিয়ে গাড়িতে করে বিউটি পার্লারে গিয়েছিলেন রোশনি। বিউটি পার্লার থেকে দুপুরে বাড়ি ফিরছিলেন তাঁরা। বাড়ির কিছুটা দূরে আশিসদের গাড়ি থামে। গাড়ির ডান দিক দিয়ে নামেন আশিস। বাঁ দিকে দিয়ে নামেন রোশনি এবং আশিসের বোন।

সেই সময় জোরে ব্রেক কষে একটি গাড়ি এসে দাঁড়ায়। দরজা খুলে এক যুবক নেমে আসেন। আশিসের বোনকে ধাক্কা মেরে ফেলে দিয়ে টানতে টানতে রোশনিকে গাড়ি বসিয়ে উধাও হয়ে যান। কয়েক মুহূর্তের মধ্যেই এই ঘটনায় সকলে ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন। সকলের চোখের সামনে দিয়ে নববধূকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে যায়। কিন্তু সেটি যে কোনও অপহরণ ছিল না, পুরোটাই ছিল সাজানো ঘটনা, তা আশিস বা তাঁর বাড়ির কেউই বুঝতে পারেননি। ফলে তাঁরা অপহরণের মামলা রুজু করেন। সেই অভিযোগ পেয়ে তদন্তে নামতেই কাহিনির মোড় নেয়। পুলিশ জানতে পারে, কোনও অপহরণই নয়, পুরো ছক কষে কাণ্ডটি ঘটানো হয়েছে যাতে অপহরণের ঘটনা বলে মনে করা হয়।

Advertisement

পুলিশ জানতে পেরেছে, অঙ্কিত নামে এক যুবকের সঙ্গে প্রেম ছিল রোশনির। ঘটনাচক্রে, যে এলাকায় রোশনির বৌভাতের আয়োজন করা হয়েছিল, সেখানেই থাকেন অঙ্কিত। পাঁচ বছর ধরে প্রেম ছিল তাঁদের। সম্পর্কের কথা জানাজানি হতেই রোশনির সম্বন্ধ করে বিয়ে ঠিক করে তাঁর পরিবার। রোশনি এবং অঙ্কিতের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement