NIA Raid

সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলার তদন্তে বাংলা-সহ সাত রাজ্যে এনআইএর তল্লাশি! তালিকায় দিল্লি ও অসমও

সন্ত্রাসবাদ সংক্রান্ত একটি মামলার তদন্তে একযোগে সাত রাজ্যের ১৫টি জায়গায় অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা। তালিকায় উত্তরপ্রদেশ, অসমের পাশাপাশি রয়েছে পশ্চিমবঙ্গও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৪:৩৭
Share:

এনআইএ-র তদন্তকারী দল। —ফাইল চিত্র।

সন্ত্রাসবাদ সংক্রান্ত একটি মামলার তদন্তে পশ্চিমবঙ্গ-সহ সাত রাজ্যে হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এবং অসমে অভিযান চলছে এনআইএ-র। একযোগে মোট ১৫টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা। যদিও কোন মামলার তদন্তে এই অভিযান চলছে, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

বর্তমানে পহেলগাঁও কাণ্ডের তদন্তভার রয়েছে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে। ওই মামলায় তথ্যসংগ্রহের জন্য এর আগে পশ্চিমবঙ্গের নিহতদের বাড়িতে এসেছিলেন এনআইএ আধিকারিকেরা। অন্য রাজ্যেও নিহতদের পরিবার এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে দেখা করেছেন তদন্তকারীরা। সম্প্রতি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সিআরপিএফ-এর এক জওয়ানকেও গ্রেফতার করেছে এনআইএ। ওই মামলাটিরও তদন্ত চালাচ্ছেন এনআইএ আধিকারিকেরা। অভিযুক্ত আধাসেনা জওয়ানকে ইতিমধ্যে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনাচক্রে, পহেলগাঁও কাণ্ডের কিছু দিন আগে পর্যন্তও ওই জওয়ান পহেলগাঁওয়ে কর্মরত ছিলেন। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, জঙ্গিহানার কয়েক দিন আগেই পহেলগাঁও থেকে অন্যত্র বদলি হয়ে যান তিনি। পহেলগাঁও কাণ্ডের তদন্ত এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে আধাসেনা জওয়ানের গ্রেফতারির মাঝেই এ বার আরও সক্রিয় জাতীয় তদন্তকারী সংস্থা। সন্ত্রাসবাদ সংক্রান্ত একটি মামলার তদন্তে একযোগে সাত রাজ্যে তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা। তবে কোন মামলার সূত্র ধরে এই অভিযান, তা এখনও জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement