PM Modi on Operation Sindoor

‘ভারতের নারীশক্তিকে চ্যালেঞ্জ! গুলি চালালে কামানের গোলা ছুড়ব’, ভোপালের সভা থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি মোদীর

রানি অহল্যাবাঈ হোলকারের ৩০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভোপালের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই পহেলগাঁও কাণ্ড এবং ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ তোলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৪:২৪
Share:

মধ্যপ্রদেশের ভোপালের জনসভা থেকে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

মধ্যপ্রদেশের ভোপালের জনসভা থেকে আবার পাকিস্তানকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, পাকিস্তান গুলি চালালে ভারত ছুড়বে কামানোর গোলা। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা ভারতের ঐতিহ্য, সংস্কৃতির পাশাপাশি নারীশক্তিকে ‘চ্যালেঞ্জ’ করেছিল বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, নারীশক্তিকে ‘চ্যালেঞ্জ’ করতে গিয়ে সন্ত্রাসবাদীরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছে। সিঁদুর হয়ে উঠেছে বীরত্বের প্রতীক।

Advertisement

রানি অহল্যাবাঈ হোলকারের ৩০০তম জন্মবার্ষিকী উপলক্ষে ভোপালের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই পহেলগাঁও কাণ্ড এবং ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ তোলেন। জানান, ‘অপারেশন সিঁদুর’ ভারতের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে সফল অভিযান। মোদী বলেছেন, ‘‘পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা তো শুধু রক্ত ঝরায়নি, ওরা আমাদের সংস্কৃতিকে আঘাত করেছে। আমাদের সমাজকে ভাগ করে দিতে চেয়েছে। ভারতের নারীশক্তিকে চ্যালেঞ্জ করেছে সন্ত্রাসবাদীরা। আর সেই চ্যালেঞ্জ ওদেরই ধ্বংস ডেকে এনেছে। পাকিস্তানের কয়েকশো কিলোমিটার ভিতরে গিয়ে ঘাঁটি ধ্বংস করা হয়েছে। অপারেশন সিঁদুর ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে সফল অভিযান। সিঁদুর এখন হয়ে উঠেছে বীরত্বের প্রতীক।’’

পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের ‘স্পনসর’ (মদতদাতা) বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, ‘‘অপারেশন সিঁদুর দেখিয়ে দিয়েছে, সন্ত্রাসবাদকে ব্যবহার করে ছায়া যুদ্ধ (প্রক্সি ওয়ার) আর সহ্য করা হবে না। আমরা এ বার থেকে ঘরে ঢুকে মারব। সন্ত্রাসবাদীদের যারা সাহায্য করে, তাদের মূল্য দিতে হবে। তোমরা যদি গুলি চালাও, আমরাও কামানের গোলা ছুড়ব।’’

Advertisement

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। তার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছে ভারত। পাকিস্তানে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে একাধিক জঙ্গিঘাঁটি। প্রত্যাঘাতের সেই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। এর পর টানা চার দিন পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘর্ষ চলে। গত ১০ মে দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। সংঘর্ষ পরবর্তী সময়ে দেশের নানা প্রান্তের জনসভায় ‘সিঁদুর’ অভিযানের প্রসঙ্গ তুলেছেন প্রধানমন্ত্রী। বার বার চড়া সুরে আক্রমণ করেছেন পাকিস্তানকে। ভোপালের অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হল না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement