জেলেই মিলল পাক-পতাকা, জঙ্গি পোস্টার

আজ ভোর থেকেই শ্রীনগর সেন্ট্রাল জেলে নজিরবিহীন তল্লাশি অভিযানে যা যা মিলেছে, তা যে কারও চোখ কপালে তুলে দিতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৮ ০২:০৮
Share:

প্রতীকী ছবি।

জেলের ভিতরে বন্দিদের থেকে মিলল ২৫টি মোবাইল ফোন, বেশ কিছু সিম কার্ড আর অনেকগুলি এসডি কার্ড। পাওয়া গেল আইপড-ও। তল্লাশি চালাতে গিয়ে মিলল পাকিস্তানি পতাকা আর জেহাদি বইপত্র, জঙ্গি পোস্টার। আজ ভোর থেকেই শ্রীনগর সেন্ট্রাল জেলে নজিরবিহীন তল্লাশি অভিযানে যা যা মিলেছে, তা যে কারও চোখ কপালে তুলে দিতে পারে। আর জেলে যখন এই অভিযান চলছে, তখনই অনন্তনাগের হাকোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে তিন জঙ্গির।

Advertisement

শ্রীনগর সেন্ট্রাল জেলে এই ধরনের তল্লাশি অভিযানও কার্যত নজিরবিহীন। কারণ, এনআইএ-র ২০ জনের দল যখন তন্ন তন্ন করে খুঁজছে জেলের ভিতর, তখন জেলখানার আকাশে পাক খাচ্ছে ড্রোন। জেলে উপস্থিত জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপি, এনএসজি বাহিনী। হাজির ম্যাজিস্ট্রেট, ডাক্তাররাও।

আরও পড়ুন: জেলে আলাদা সেল পেলেন না কার্তি

Advertisement

কিছু দিন আগেই কুপওয়ারায় দুই জঙ্গির গ্রেফতারির পরে এনআইএ-র তদন্তকারীরা দেখেন, শ্রীনগর সেন্ট্রাল জেলের ভিতর থেকেই জঙ্গি সংগঠন ‘আল বদর’-এর নিয়োগের কাজ চলছে। এর পরেই জেলে তল্লাশির সিদ্ধান্ত নেয় এনআইএ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন