National News

নির্ভয়া: রায় দিল না আদালত, ঘোষণা হল না ফাঁসির তারিখ

রবিবার দিল্লি হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানি হলেও তাদের ফাঁসির কোনও তারিখ ঘোষণা করল না আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ ২০:০০
Share:

নির্ভয়া কাণ্ডের চার অভিযুক্ত। ফাইল চিত্র

এখনও অজানাই থেকে গেল নির্ভয়ার দণ্ডিতদের ফাঁসির দিনক্ষণ। কারণ আজ, রবিবার দিল্লি হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানি হলেও তাদের ফাঁসির কোনও তারিখ ঘোষণা করল না আদালত।

Advertisement

গত শনিবার নির্ভয়ার চার দণ্ডিতের ফাঁসি হওয়ার কথা ছিল। কিন্তু তাদের মধ্যে এক দণ্ডিত রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে বসায়, নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই তাদের চারজনেরই ফাঁসি স্থগিত হয়ে যায়।

তারপরই দিল্লি হাইকোর্টে ফাঁসি স্থগিত হওয়াকে চ্যালেঞ্জ জানায় কেন্দ্র। এ দিন জরুরি ভিত্তিতে তারই শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। এ দিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে সওয়াল করেন, ‘দণ্ডিতরা ইচ্ছাকৃত আইনের ফাঁককে কাজে লাগিয়ে ফাঁসি বিলম্ব করছে।’ এই চারজনই ভারতের আইনব্যবস্থা এবং দেশের ধৈর্য্য নিয়ে খেলা করছে। তাই মাননীয় বিচারপতি যেন এই মামলার গুরুত্ব বিবেচনা করে দ্রুত তাদের ফাঁসির দিন ঘোষণা করেন। পাশাপাশি তিনি এও জানান, যেহেতু সুপ্রিম কোর্ট ফাঁসির রায় দিয়েছে, তাই প্রয়োজনে তাদের আলাদা আলাদা দিনেই ফাঁসি দেওয়া যেতে পারে। এই মুহূর্তে যাদের সামনে আর আইনের কোনও রাস্তা খোলা নেই, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।

Advertisement

আরও পড়ুন: ধর্মীয় গোঁড়ামি নয়, শাহিন বাগের রাস্তা অবরোধে হতাশ হয়েই গুলি চালান কপিল!

কিন্তু সবটা শোনার পর এ দিন শুনানি শেষ করার নির্দেশ দেন বিচারপতি। ফলে এখনও এই মামলার কোনও রায় দেননি তিনি। ফাঁসির পরবর্তী তারিখও ঘোষণা হল না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন