Nirbhaya Rape Case

নির্ভয়াকাণ্ড: কী কী ঘটল এই আটটা বছরে

কথায় বলে ‘জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনায়েড’। নির্ভয়ার ক্ষেত্রেও কি সেটাই হল না?

নির্ভয়ার বাবা-মা—ছবিছ পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ মার্চ ২০২০ ০৯:৪৩
Share:
Advertisement

অবশেষে এক বৃত্ত সম্পন্ন হল। ফাঁসি দেওয়া হল চার দোষী, মুকেশ সিংহ, পবন গুপ্ত, বিনয় শর্মা এবং অক্ষয় ঠাকুর। সাড়ে সাত বছর ধরে চলা জটিল আইনি মারপ্যাঁচের পর শেষমেশ বিচার পেল নির্ভয়া ও তাঁর পরিবার। কিন্তু ন্যায় পেল কি? কথায় বলে ‘জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনায়েড’। নির্ভয়ার ক্ষেত্রেও কি সেটাই হল না? আগেই ছাড়া পেয়েছিল অপরাধে জড়িয়ে থাকা নাবালক। অন্যদিকে সেই ২০১৩ সালের সেপ্টেম্বরেই চার দোষীকে ফাঁসির সাজা শুনিয়েছিল ফাস্ট ট্র্যাক কোর্ট। তার পরেও চার অপরাধীর ফাঁসি হতে লেগে গেল সাত বছরেরও বেশি। ভারতের বিচার ব্যবস্থার ফাঁক ফোঁকরগুলো দারুণ ভাবে কাজে লাগালেন দোষীদের আইনজীবীরা। যাই হোক, বেটার লেট দ্যান নেভার...

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement